Murshidabad News:ছেলের শ্বশুরবাড়ি গিয়ে রহস্যজনক মৃত্যু, অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ সুতিতে
Mysterious Death At Murshidabad:ছেলের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের ছেলে। কিন্তু তার পরও গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ছেলের (son) শ্বশুরবাড়ি (in law) বেড়াতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু (mysterious death) হল এক ব্যক্তির। ঘটনার শ্বশুর-শাশুড়ির (mother and father in law) বিরুদ্ধে লিখিত অভিযোগ (FIR) দায়ের করেছেন মৃতের ছেলে (Son)। কিন্তু তার পরও গ্রেফতার (arrest) করা হয়নি অভিযুক্তদের (accused) । প্রতিবাদে সোমবার সকালে সুতির (suti) লিচুতলা মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ (agitation) দেখান পরিবারের লোকজন। প্রায় দু ঘণ্টা ধরে চলে অবরোধ।
কী ঘটেছে?
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কাবিল শেখ। গত ২২ নভেম্বর সন্ধ্যায় সুতি থানার কাজিপাড়া গ্রামে ছেলের শ্বশুরবাড়িতে বেড়াতে যান সুতিরই পূরাপাড়া কলোনী এলাকার বাসিন্দা কাবিল। এর পরেই রহস্য়। পরিবারের দাবি, কাবিল সেখানে পৌঁছনোর কিছু ক্ষণ পরই তাঁর ছেলের শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। খবর পেয়ে ছুটে আসেন আত্মীয়রা। উদ্ধার করে প্রথমে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। গত শনিবার কলকাতায় মৃত্যু হয় কাবিল শেখের। রবিবার রাতে বাড়িতে এসে পৌঁছয় মৃতদেহ। এর পরই সুতি থানায় শ্বশুর শ্বাশুরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাঁর ছেলে। তার পর থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযুক্তদের কেন গ্রেফতার করা হয়নি, এই দাবিতে সুতির রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা। ঘণ্টাদুয়েক ধরে সুতির লিচুতলা মোড়ে রাজ্য সড়ক অবরোধ চলে। পরে অবশ্য প্রশাসনিক আশ্বাসে অবরোধ উঠে যায়। উল্লেখ্য, এদিনই আবার হুগলির গোঘাট থেকে এক রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
গোঘাটে উত্তেজনা...
সাত সকালে গোঘাটের আগাই মোড় এলাকায় রাস্তার উপর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম মানভজন নায়েক। বয়স ৫০ বছর। তিনি স্থানীয় এলাকায় সাবান ফেরি করতেন প্রাথমিক ভাবে জেনেছে পুলিশ। এদিন সকালে স্থানীয় মানুষজন আরামবাগ-কোতুলপুর ২নং রাজ্য সড়কে আগাই মোড়ের কাছে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান। ঘটনার কথা পুলিশকে জানালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বাস বা ট্রাক জাতীয় ভারী যানবাহনের ধাক্কাতেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনার তদন্ত শুরু হয়েছে এর মধ্য়ে।
আরও পড়ুন:'পুরো মন্ত্রিসভাকে জেলে পাঠাতে হবে', কেন বললেন শুভেন্দু?