Nabanna Abhijan Chaos: কেমন আছেন অভয়ার মা? জানালেন অভয়ার বাবা
RG Kar News: মেয়ের হত্যার বিচার চেয়ে পথে নেমেছিলেন আর জি করের নিহত চিকিৎসকের মা-বাবা।

কলকাতা: নবান্ন অভিযানের সময়ে পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা করার অভিযোগ। মেডিকা হাসপাতালে পর্যবেক্ষণে চিকিৎসা চলছে অভয়ার মায়ের। এখন কেমন আছেন তিনি? অভয়ার বাবা জানালেন, স্ত্রীর অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকে ছাড়ার পরই স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরব বলে জানালেন অভয়ার বাবা।
একবছর আগে ৯ অগাস্ট হারিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া মেয়েকে। একমাত্র সন্তানকে হারানোর সেই ক্ষত এখনও দগদগে। একবছর পর সেই ৯ অগাস্ট মেয়ের বিচার চাইতে নেমে, ক্ষত জুড়োল না, উল্টে আরও গভীর হয়েছে। গতকাল নবান্ন অভিযানের সময়ে পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা করার অভিযোগ করেন নিহত চিকিৎসকের মা। অসুস্থ বোধ করায় তাঁকে মেডিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হলেও তাঁকে ভর্তি নেওয়া হয়নি। কাল থেকেই তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। বর্তমানে স্ত্রীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন নিহত চিকিৎসকের বাবা। চিকিৎসার জন্য নিহতের মাকে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হবে বলেও জল্পনা তৈরি হয়েছিল, তবে হাসপাতাল থেকে ছাড়ার পরে স্ত্রীকে নিয়ে বাড়ি যাবেন বলেই জানিয়েছেন নিহত চিকিৎসকের বাবা। নিহতের মায়ের কপালে ও পিঠে আঘাত রয়েছে বলে জানিয়েছেন মেডিকা হাসপাতালে চিকিৎসকরা। এদিন অভয়ার বাবা বলেন, "এখন আউট অফ ডেঞ্জার, এটা বলাই যায়। সকালে হাঁটতে পারছে। ডাক্তারবাবু এসে হাঁটিয়ে এঘর ওঘর ঘোরালেন।''
অভয়ার মা-বাবার ডাকে নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গতকাল। ১০ ফুট উঁচু লোহার ব্যারিকেড দফায় দফায় ভাঙার চেষ্টা করলেন আন্দোলনকারীরা। পার্ক স্ট্রিটে আন্দোলনকারীদের মিছিলে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। গতকাল অভয়ার মায়ের অভিযোগ করেন, শনিবার নবান্ন অভিযানে তাঁকেই মারধর করেছে পুলিশ। অভিযোগ, ফুলে গেছে মাথা। পুলিশের মারে ভেঙে গেছে শাঁখাও। চিকিৎসার জন্য অভয়ার মা-বাবাকে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে হয়। এরপর নিহত চিকিৎসকের মা-কে সরিয়ে নিয়ে যান অন্যরা। যদিও, অভয়ার মা-বাবাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ডেপুটি কমিশনার (পোর্ট) হরিকৃষ্ণ পাই বলেন, "ওঁকে (অভয়ার বাবা-মা) মারধর করা হয়নি। সেরকম কিছু কোনও ঘটনা হয়নি। দেখতে হবে। আমরা তো এখানে কিছু হয়নি। এখানে তো সেরকম কিছু হয়নি। এই পয়েন্টে সেরকম কিছু হয়নি।''






















