Nabanna Abhijan: নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপি নেতাদের বিরুদ্ধে মোট ৭টি এফআইআর দায়ের
Nabanna Abhijan Chaos: নবান্ন অভিযানে ধুন্ধুমার, আহত ৫ পুলিশকর্মী। আহত কনস্টেবল, ASI, হোমগার্ড-সহ ৫ পুলিশকর্মী।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : নবান্ন অভিযানে ধুন্ধুমার, এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে FIR। মোট ৭টি FIR রুজু কলকাতা পুলিশের। অশোক দিন্দা, কৌস্তভ বাগচী ও অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে FIR রুজু। নিউ মার্কেট ও হেয়ারস্ট্রিট থানায় ৭টি FIR রুজু। পুলিশকে মারধর, হুমকির অভিযোগে মামলা রুজু। পুলিশকে হুমকির অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। ডিসি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। জওহরলাল নেহরু রোডের ভিডিও প্রকাশ লালবাজারের। হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, লালবাজার সূত্রে দাবি।
নবান্ন অভিযানে ধুন্ধুমার, আহত ৫ পুলিশকর্মী। আহত কনস্টেবল, ASI, হোমগার্ড-সহ ৫ পুলিশকর্মী। আহত ৩ পুলিশকর্মী SSKM-এ চিকিৎসাধীন। আহত ASI জগবন্ধু সাহু, কনস্টেবল নিমাই মণ্ডল। আহত কনস্টেবল প্রশান্ত পোদ্দার, কনস্টেবল মিঠুন ঘোষ।
৯ অগস্টের নবান্ন অভিযান
আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের মা-বাবার আহ্বানে গতকাল ছিল নবান্ন অভিযান। দলীয় পতাকা ছাড়া এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতারা। ছিলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, কৌস্তভ বাগচী, অশোক দিন্দা, অর্জুন সিং- সহ আরও অনেকে। গতকালের নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল শহর এবং শহরতলির বিভিন্ন অংশে। পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে পার্কস্ট্রিটে। নিহত চিকিৎসকের মা-বাবাকে মারধরের অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশ তা অস্বীকার করেছে। বিজেপির অভিযোগ, পুলিশের হাতে মার খেয়েছেন তাঁদের নেতা, কর্মী, সমর্থকরা।
নবান্ন অভিযান শুরু হওয়ার আগে থেকেই পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দুই মানুষ উঁচু সমান লোহার রেলিং রাখা হয়েছিল রাস্তায়। তৈরি ছিল জলকামান, কাঁদানে গ্যাস। নজরদারি চলছিল ড্রোনের সাহায্যে। স্বভাবতই অভিযান শুরু হতেই, ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। অনেকে উঠে পড়েন ব্যারিকেডের উপরে। পুলিশ বিক্ষোভকারীদের অনুরোধ করেন ব্যারিকেড থেকে নেমে আসার জন্য। নেমেও আসেন আন্দোলনকারীরা। তবে জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলন চলতে থাকে।
কালীঘাট চলো
বিকেলে ছিল কালীঘাট চলো অভিযান। অভয়া মঞ্চের ডাকে এই অভিযানে যোগ দিয়েছিলেন কালীগঞ্জে বোমায় নিহত চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন শেখ। যদিও পুলিশি বাধার মুখে হাজরাতেই শেষ হল অভয়া মঞ্চের 'কালীঘাট চলো' কর্মসূচি। সমাবেশ মঞ্চ থেকে আগামী ১৪ অগাষ্ট ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। এক বছর পরেও কেন মিলল না বিচার? এই প্রশ্ন তুলে পুলিশ ও প্রশাসনের তীব্র সমালোচনা করেন উপস্থিতি বিশিষ্ট ব্যক্তিরা।






















