Nadia News: চাকদায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, সতীর্থর অনুগামীদেরই দুষলেন আহত
TMC Leader Shot: নারায়ণকে প্রথমে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে স্থানান্তরিত করা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে।
সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার (Nadia News) চাকদায় (Chakdaha News) তৃণমূল কর্মীকে গুলি (TMC Leader Shot)। গুলিবিদ্ধ তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতির অনুগামী। তৃণমূলেরই যুব সংগঠনের সভাপতির অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। গলায় গুলিবিদ্ধ অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে চাকদা থানার পুলিশ।
চাকদায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা
নদিয়ার চাকদার ১৮ নম্বর ব্লকের অন্তর্গত গোরপাড়া এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম নারায়ণ দে। বয়স ৫০ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নিজের বাগান বাড়িতে বসেছিলেন নারায়ণ। সেই সময় রাত ৮টা নাগাত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। সোজা তাঁর গলায় এসে গুলি লাগে।
নারায়ণকে প্রথমে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে স্থানান্তরিত করা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। আহত নারায়ণের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে চাকদা থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেকে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক তৃণমূল সভাপতি রত্না ঘোষ করের অনুগামী বলে দাবি করতেন নারায়ণ। যুব তৃণমূল নেতা শুভঙ্কর ওরফে জিশু সিংহের অনুগামীরা তাঁকে গুলি করেছেন বলে অভিযোগ করেছেন নারায়ণ। তবে এ ব্যাপারে তিনি কিছুই জানে ন না বলে জানিয়েছেন রত্না। বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু এই গটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
একের পর এক হিংসার ঘটনা
বিগত কয়েক মাস ধরে রাজ্যে একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে। কখনও শাসকদলের নেতা-কর্মীদের উপর হামলা হয়েছে, কখনও আবার হামলা চালানো হয়েছে বিরোধী শিবিরের নেতা-কর্মীদের উপর। তা নিয়ে রাজনৈতিক তরজা তো চরমে উঠেইছে, একের পর এক মামলা হাত ঘুরে সিবিআই-এর কাছে গিয়েছে। তাতেই নবতম সংযোজন চাকদায় তৃণমূল নেতার উপর এই হামলা।