Nakashipara News: দশমীর রাতে প্যান্ডেলের মাইক বন্ধ করায় ঝামেলা, যুবককে পিটিয়ে মারার অভিযোগ নদিয়ায়
Nadia News: বুধবার, দশমীর রাতে (Durga Puja 2022) এই ঘটনা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার আড়হেতাই গ্রামে। মৃত যুবেকর নাম সুকুমার সাঁতরা।
প্রদ্যোৎ সরকার, নাকাশিপাড়া: দশমীর রাতে নৃশংসা ঘটনা নদিয়ার (Nadia News) নাকাশিপাড়ায় (Nakashipara News)। পাড়ার পুজো-প্যান্ডেলের মাইক সাময়িক বন্ধ করা নিয়ে ঝামেলা। তাতে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ। মাইক বন্ধ করে তিনি মোবাইল ফোন খুঁজছিলেন, সেই সময়ই ঝামেলা বাধে, তাঁকে কয়েক জন মিলে বেধড়ক মারধর করেন এবং শেষে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় বলে দাবি পরিবারের (Death)।
দশমীর রাতে পাড়ার পুজোয় অশান্তি, যুবকের মৃত্যু নদিয়ায়
বুধবার, দশমীর রাতে (Durga Puja 2022) এই ঘটনা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার আড়হেতাই গ্রামে। মৃত যুবেকর নাম সুকুমার সাঁতরা। বয়স হয়েছিল ৩৫ বছর। মৃতের পরিবার জানিয়েছে, স্থানীয় বারোয়ারি পুজোয় ছিলেন সুকুমার। সেই সময় মণ্ডপের কাছে মোবাইল ফোনটি হারিয়ে যায় তাঁর। সেটি খুঁজে পেতেই সাময়িক মাইক বন্ধ করেন সুকুমার। তা থেকেই ঝামেলা বাধে।
মৃতের পরিবারের দাবি, মাইক বন্ধ করলে সুকুমারের উপর চড়াও হন স্থানীয় যুবকদের একটি দল। তর্কাতর্কি থেকে হাতাহাতি বেধে যায়। তাতেই সুকুমারকে বেধড়ক মারধর করেন সকলে। এমনকি সুকুমারের বাড়ির লোকজন বাধা দিতে গেলে, তাঁদেরও মারধর করা হয়। তাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই যুবক।
আরও পড়ুন: North Dinajpur: মণ্ডপে বাইক নিয়ে দুষ্কৃতী তাণ্ডব, ক্লাব সদস্যের মাথা ফাটানোর অভিযোগ রায়গঞ্জে
এর পর কোনও রকমে উদ্ধার করে সুকুমারকে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছে মৃত যুবকের পরিবার। তার ভিত্তিতে সঞ্জীব সাঁতরা নামের এক যুবককে গ্রেফতার করেছে নাকাশি পাড়া থানার পুলিশ।
মাইক বন্ধ করাতেই ঝামেলা! খুনের অভিযোগ পরিবারের
একই ভাবে, আরামবাগের দিঘির ঘাটে বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বাধে। তাতে এক কিশোরের মৃত্যু হয়েছে । তাকেও পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। তাতে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ওই কিশোরের পরিবারের অভিযোগ, তুলে নিয়ে গিয়ে খুন করা হয় তাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ দিকে রায়গঞ্জে বাইক চালিয়ে ক্লাবের মণ্ডপে ঢুকে যায় একাধিক দুষ্কৃতী। বাধা দিলে মারধর করা হয় বলে অভিযোগ ক্লাবের সদস্যদের। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের অনুশীলনী ক্লাবে।অভিযোগ, দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্রের আঘাতে মাথায় চোট পান অনুশীলনী ক্লাবের সদস্য সুজন পাল। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় এক দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ।