Old Age Pension Scheme : বয়স্কদের ভাতা নিয়েও 'দুর্নীতি' ! ৬০ এর ঢের কম বয়সেই 'বছর-বছর ভাতা তুলছেন বহুজন' !
Old Age Pension Scheme: ২৪ জনের বিরুদ্ধে নিয়মের বাইরে ভাতা পাওয়ার অভিযোগ উঠেছে । অন্যদিকে বার বার আবেদন করেও অনেক ষাটোর্ধ্ব মানুষ ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছেন।
সুজিত মণ্ডল, নদিয়া: লক্ষ্মীর ভাণ্ডার, সিভিক ভলান্টিয়ার-গ্রিন পুলিশ-ভিলেজ পুলিশদের ভাতা থেকে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী। রাজ্য বাজেটে হাত উপুড় করে দিয়েছে রাজ্য সরকার। এই আবহেই নদিয়ার হাঁসখালি ব্লকের দক্ষিণপাড়া-২ গ্রাম পঞ্চায়েতের জয়পুরে সামনে এসেছে বয়স্কদের জন্য প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ।
তফশিলি বন্ধু বা বার্ধক্য ভাতার আবেদনের অন্যতম প্রধান শর্ত, আবেদনের সময় আবেদনকারীর বয়স হতে হবে ৬০ বছর বা তার বেশি। কিন্তু দেখা গেল এক্ষেত্রে বয়স ৬০ এর নিচে হলেও ভাতা পেয়ে চলেছেন বহু মানুষ। ২৪ জনের বিরুদ্ধে নিয়মের বাইরে ভাতা পাওয়ার অভিযোগ উঠেছে । অন্যদিকে বার বার আবেদন করেও অনেক ষাটোর্ধ্ব মানুষ ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছেন।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাসখালি ব্লক ও জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছে গ্রামবাসীদের একাংশ। এনিয়ে হাঁসখালির বিডিও জানিয়েছেন,
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে। তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অধিকাংশ অযোগ্য ভাতা প্রাপকের নাম। ব্লক প্রশাসন সূত্রে খবর, তদন্ত করে বাতিল করে দেওয়া হয়েছে অভিযোগ ওঠা ভাতা প্রাপকদের নাম।
বয়স ষাটের কম হওয়া সত্ত্বেও কীভাবে পাচ্ছেন এই ভাতা ? রাখঢাক না-রেখে অনেকেই স্বীকার করে নিয়েছেন, তাঁদের বয়স ৬০ বছর বয়সের নিচে, অথচ তাঁরা ভাতা পান। যেমন টুলু মল্লিক। অভিযুক্ত ভাতা প্রাপক জানালেন, লকডাউনের সময় আবেদন করেছিলেন। বয়স এখন ৪৫-৪৬। শুধু তিনি নন, তাঁর ৫৫ বছরের স্বামীও ভাতা পান।
আবেদনকারী ষাটোর্ধ বয়স্ক পুরুষ-মহিলাদের অভিযোগ, তপশিলি বন্ধু ভাতার জন্য বার বার আবেদন করেও নাম ওঠেনি তালিকায়। একের অধিকবার আবেদন করলেও মিলছে না ভাতা। যেমন হাঁসখালির কার্তিক ঘোষ। তিনি বললেন, আমাদের এখানে অনেক বয়স্ক লোক আছে, ব্যক্তি আছে, যাঁদের ৬০-এর ওপরে বয়স হয়ে গেছে। তার মধ্যে আমিও আছি। আমরা এখনও বয়স্ক ভাতা পাইনি। জমা দিয়েছি, আমি ৩ বার জমা দিয়েছি। অথচ আমাদের গ্রামে এরকম ২৪ জন ব্যক্তি আছে, যাদের বয়স হয়তো ৩৫-৩৬ হয়েছে।
অভিযোগ, গ্রামেরই প্রায় ২৪ জন এমন আছেন, যাঁদের ২০২০ সালে আবেদন করার সময়, বয়স ছুল ৪২ থেকে ৫৮ বছর। তারা নিয়মিত ভাতা পাচ্ছেন। অথচ তারা কেউ বৃদ্ধ বা বৃদ্ধা নয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাসখালি ব্লক ও জেলা শাসকের কাছে অভিযোগ করা হয়েছে। কিভাবে তারা ভাতা পায় তার তদন্ত চেয়ে অভিযোগ বয়স্কদের।
হাঁসখালি ব্লক প্রশাসন সূত্রে খবর, অভিযোগ আসা অধিকাংশ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এই নামগুলো তালিকা ভুক্ত হল? প্রশ্ন তুলছেন এলাকার
আরও পড়ুন: হিংসায় তছনছ উত্তরাখণ্ডের হলদোয়ানি, জখম অন্তত ২৫০! মৃত্যু একাধিক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
মানুষজন। এতদিন যে ভাতা পেয়েছেন তার টাকা কি ফেরত দেবেন তাঁরা ?