Nadia News: ‘নেতা হওয়ার লড়াই’, অভিনব প্রতিযোগিতা নদিয়া উত্তর জেলা তৃণমূলের
Nadia Political News: ছাত্র সপ্তাহ উপলক্ষে আগামী ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নদিয়া জেলা তৃণমূল কার্যালয়ে চলবে এই প্রতিযোগিতামূলক কর্মসূচি। ইতিমধ্যে শুরু হয়েছে আবেদনপত্র জমা নেওয়ার কাজ।
প্রদ্যোৎ সরকার, নদিয়া: রাজনীতিতে (Politics) যোগ্যদের (New Leaders) সুযোগ করে দিতে অভিনব উদ্যোগ নদিয়া উত্তর জেলা তৃণমূল কংগ্রেসের (Nadia North District TMC)। বক্তৃতা ও নেতৃত্ব প্রদানের পারদর্শিতার নিরিখে রাজনীতিতে নতুন মুখ তুলে নিয়ে আসতে আয়োজন করা হবে এক প্রতিযোগিতার (Competetion)। যার উদ্যোক্তা তৃণমূলের নদিয়া জেলা উত্তরের সভাপতি জয়ন্ত সাহা (Jayanta Saha)। ছাত্র সপ্তাহ উপলক্ষে আগামী ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নদিয়া জেলা তৃণমূল কার্যালয়ে চলবে এই প্রতিযোগিতামূলক কর্মসূচি। ইতিমধ্যে শুরু হয়েছে আবেদনপত্র জমা নেওয়ার কাজ। আবেদনপত্র বাছাইয়ের পর আবেদনকারীদের বক্তৃতা প্রদান ও নেতৃত্ব দেওয়ার পারদর্শিতার পরীক্ষা নেওয়া হবে। এরপর তাঁদেরকে বুথ থেকে জেলাস্তরে রাজনৈতিক কর্মসূচিতে কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম এবং অনেক প্রতিভাবান রাজনীতিবিদ আগামী দিনে তৃণমূল কংগ্রেসে দেখা যাবে বলে আশাবাদী জয়ন্তবাবু।
জয়ন্ত সাহা বলেন সভাপতি হিসাবে আমার নাম ঘোষণা হওয়ার আগে আমিও জানতাম না দল এত বড় দায়িত্ব দিতে চলেছে। আমিও ঠিক একই ভাবে বুথ থেকে, তৃণমূল স্তর থেকে সম্ভাবনাময় নেতাদের বেছে নিয়ে তাঁদেরকে যোগ্যতা অনুসারে জায়গা করে দিতে চাই। সেই লক্ষ্য, সেই ভাবনা নিয়েই আমাদের এই কর্মসূচি "বুথ থেকে জেলা, তুলে আনতে ভালো নেতা"। ৩০ তারিখ আমরা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করেছি। ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্যায়ে ব্লক ভিত্তিক আমাদের এই নির্বাচন চলবে এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করব এবং আমাদের মাননীয় অধ্যাপকদের একটা প্যানেল, শিক্ষকদের একটা প্যানেল তৈরি করেছি, তাঁরা এই নির্বাচনটা করবেন এবং এই নির্বাচনের মাধ্যমে যাঁরা সম্ভাবনাময় নেতা, তাঁদেরকে আমরা যোগ্যতা অনুসারে বুথ, অঞ্চল, ব্লক এবং জেলায় স্তরে জায়গা দেব এবং আগামী দিনে তাঁরা জেলা কমিটি, অঞ্চল কমিটি, ব্লক কমিটি, বুথ কমিটিতে দায়িত্ব পাবেন। আমরা জেলা, অঞ্চল, ব্লক ও বুথ স্তরে প্যানেল বক্তার তালিকা করব এবং এইভাবে আমরা মাটি থেকে, বুথ থেকে কিছু ভালো নেতা আমরা তুলে আনতে চাইছি। পুরনো এবং নতুনের সমন্বয় রেখে নদিয়া জেলা উত্তর আগামী দিনে ভালো একটা রাজনীতি উপহার দিতে চলেছে, মানুষের স্বার্থে কাজ করার লক্ষ্যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে সামনে রেখে। অনেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইছেন।
এই কর্মসূচির ফলে খুশির হাওয়া নদীয়া উত্তরের তৃণমূল কর্মীদের। কারণ তাঁদের দাবি, এতদিন পর্যন্ত কোনও নেতার তাঁবেদারি করলে তবেই নেতা হওয়ার সুযোগ মিলত। এবার যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলবে। সেই কারণে কর্মসূচি ঘোষণার পর থেকেই আবেদনপত্র জমা দিতে ভিড় নদিয়া জেলা তৃণমূল কার্যালয়ে। শুধু দলের কর্মীরাই নন, আবেদন করতে পারছেন বিভিন্ন পেশার মানুষ।
আবেদনকারী তৃণমূল কর্মী মুক্তা বিশ্বাস বলেন, আগে দেখতাম নেতাদের সঙ্গে কয়েক দিন থাকতে থাকতে নেতা হয়ে গেল। কিন্তু এখানে এসে দেখছি, মানুষের যে যোগ্যতা যেটা সে নিজে তৈরি করে। তার ওপর ভিত্তি করে নেতা নির্বাচিত হবে। ছোটবেলায় দেখেছি স্কুলে পরীক্ষা দিয়ে ফার্স্ট-সেকেন্ড হয়। এখানেও সেটা হবে। এটা রাজনৈতিক দিক থেকে একদম সঠিক রাস্তা।
অপর এক আবেদনকারী দেবায়ন রায় বলেন, জেলা সভাপতি জয়ন্ত সাহার ফেসবুক লাইভ থেকে এই কর্মসূচির কথা জানতে পারি। "বুথ থেকে জেলা, তুলে আনতে ভালো নেতা" এই কর্মসূচির নামটা আমার প্রথম থেকে খুবই ভালো লেগেছিল। আমার মানুষের হয়ে কাজ করার ইচ্ছা থাকলেও এই সুযোগটা কোনও দিন পাইনি। কারণ কোনও নেতার বাড়ির বাজার করতে পারিনি। কোনও নেতার হয়ে তাঁবেদারি করতে পারিনি বলে আমরা এই পদটা পাইনি। কিন্তু জয়ন্তদার এই উদ্যোগে আমরা দেখলাম আমার মতো একটা সাধারণ ঘরের কর্মীও ভবিষ্যতে একটা ভালো জায়গা পেতে পারে। এই কারণে আমি জেলা পার্টি অফিসে এই কর্মসূচিতে যোগদান করতে এসেছি।