পুরী যাওয়ার পথে বড় দুর্ঘটনা, প্রবল গতিতে এসে লরিতে ধাক্কা

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : শ্রীক্ষেত্রর উদ্দেশ্যে বেরিয়েছিলেন। ইচ্ছে ছিল রথের আগেই সেরে আসবেন জগন্নাথদেবের দর্শন। কিন্তু ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন পর্যটকরা। নদিয়া থেকে পুরী যাওয়ার পথে বড় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী একটি বাস।
শনিবার ভোর রাতে বালেশ্বরের সন্তোষপুর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটি। ভাগ্য ভাল যে, লরিটি গতিশীল ছিল না। তাই খুব খারাপ পরিণতি এড়ানো সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রের খবর, বাসের ৫ থেকে ৭ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও খালাসি পলাতক। বাকি বাস যাত্রীদের অন্য গাড়িতে পুরী যাওয়ার ব্যবস্থা করেছে ওড়িশা পুলিশ। শুক্রবার সন্ধেবেলা চাকদা থেকে রওনা দিয়েছিল বাসটি। জানা গিয়েছে, বেশ কয়েকজন শিশুও ছিল বাসটিতে।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)





















