Nandigram: তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে গ্রেফতার ভিলেজ পুলিশ
পুলিশেরই একাংশের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ কুণালের। কুণালের হুঁশিয়ারির পরেই নন্দীগ্রামে ভিলেজ পুলিশ গ্রেফতার ।
![Nandigram: তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে গ্রেফতার ভিলেজ পুলিশ Nandigram village police arrested in Nandigram on charges of leaking information Nandigram: তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে গ্রেফতার ভিলেজ পুলিশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/320dbf60e1751704d898dcdb1ccfead41689787895409176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নন্দীগ্রাম: তথ্য ফাঁসের অভিযোগে নন্দীগ্রামে ভিলেজ পুলিশ গ্রেফতার । নন্দীগ্রামে ভিলেজ পুলিশ রাজীব গুড়িয়া গ্রেফতার । কুণালের হুঁশিয়ারির পরেই ভিলেজ পুলিশ গ্রেফতার। পুলিশেরই একাংশের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ কুণালের। কুণালের হুঁশিয়ারির পরেই নন্দীগ্রামে ভিলেজ পুলিশ গ্রেফতার ।
কুণাল ঘোষের হুঁশিয়ারি: কুণাল ঘোষের হুঁশিয়ারির পরেই নন্দীগ্রামে তৎপর হয় পুলিশ। ভোট-পরবর্তী হিংসায় তৃণমূল কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল ২ বিজেপি কর্মীকে। গতকাল আক্রান্তদের এলাকায় যান কুণাল ঘোষ, শশী পাঁজা, সৌমেন মহাপাত্ররা। সেখানে পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা যায় কুণালকে। এর কয়েকঘণ্টার মধ্যেই রাতে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রামচক এলাকা থেকে দুই বিজেপি কর্মী সঞ্জয় আড়ি ও প্রশান্ত আড়িকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনাবহুল নন্দীগ্রাম: পঞ্চায়েত ভোটপর্বে একের পর এক ঘটনা ঘটে গিয়েছে শুভেন্দুর গড়ে। পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর এবার নন্দীগ্রামে তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে ঢুকে মারধর করা হয় তৃণমূল কর্মী সমর্থকদের। আক্রান্ত ১১ জনকে ভর্তি করা হয় এসএসকেএমে। ভেকুটিয়ায় তৃণমূল করায় এক মহিলাকে গাছে বেঁধে মারধরের অভিযোগ তুলে ট্যুইটে বিজেপিকে নিশানা করেন দেবাংশু ভট্টাচার্য। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। আজ নন্দীগ্রামে যাচ্ছেন শশী পাঁজা ও কুণাল ঘোষ। সেখানে শান্তিমিছিল করবেন তাঁরা।
অপসারিত তৃণমূলের ব্লক সভাপতি : পঞ্চায়েত ভোটে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে খারাপ ফলের জেরে ভোটের ফল ঘোষণার পরেই অপসারিত হন তৃণমূলের ব্লক সভাপতি অরুণাভ ভুইঁয়া। তাঁর জায়গায় আনা হয় বর্ষীয়ান নেতা নাড়ুগোপাল জানাকে। শারীরিক অসুস্থতার কারণেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় অরুণাভকে, দাবি তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্রর। যদিও দলের এই বক্তব্য মানতে নারাজ অপসারিত ব্লক সভাপতি। তাঁর দাবি, শারীরিক অসুস্থতা তাঁকে সরানোর কারণ নয়। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়েছে তৃণমূলের। ৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪টি গেছে বিজেপির ঝুলিতে, আর একটি অঞ্চলে ত্রিশঙ্কু হলেও বেশি সংখ্যক আসন পেয়েছে বিজেপি। এরপরই তৃণমূলের ব্লক সভাপতি পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: Sukanta Majumdar: '২১ জুলাই বিডিও অফিস ঘেরাও বিজেপির', বিক্ষোভ মঞ্চ থেকে ঘোষণা সুকান্ত মজুমদারের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)