Narkeldanga Incident: নারকেলডাঙায় গৃহবধূর রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী
Kolkata News: শ্বেতাপ্রসাদ শাহ নামে মাত্র ২৯ বছর বয়সী ওই তরুণীর বাপের বাড়ির তরফে অভিযোগ, সুপরিকল্পিতভাবেই খুন করা হয়েছে তাঁদের মেয়েকে।

কলকাতা: নারকেলডাঙা থানা এলাকায় গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার স্বামী। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার রোহিত কুমার শাহ। ২ বার কন্যাসন্তান হওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ ওঠে। মৃতার পরিবারের অভিযোগ, সুপরিকল্পিকভাবে খুন করা হয়েছে গৃহবধূকে।
নারকেলডাঙা থানা এলাকায় গৃহবধূর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। শ্বেতাপ্রসাদ শাহ নামে মাত্র ২৯ বছর বয়সী ওই তরুণীর বাপের বাড়ির তরফে অভিযোগ, সুপরিকল্পিতভাবেই খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। পুলিশ সূত্র খবর, শ্বেতাপ্রসাদ শাহ এবং তাঁর স্বামী রোহিত শাহের ২ কন্য়া সন্তান রয়েছে। শ্বেতার পরিবারের অভিযোগ, তা নিয়ে সন্তুষ্ট ছিল না রোহিতের পরিবার। রোহিত বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়েছিলেন বলেও অভিযোগ। তাদের দেওয়া ফোন কল রেকর্ডেও, শ্বেতার মুখে এক অন্য় মহিলার কথা শোনা গেছে। ওই কল রেকর্ড অনুযায়ী, শ্বেতাপ্রসাদ বলেন, "আমরা যখন খাচ্ছিলাম, একটি মেয়ের ফোন আসে। আমি মেয়েটিকে আগে মেসেজ করে বলেছিলাম যে আর ফোন বা মেসেজ যেন না করে। এখন ওরা স্ট্রাটেজি করেছে যে ডিভোর্স হয়ে যাবে। আমাকে শুধু বেল্ট দিয়ে মেরেছে। দেওয়ালে ঠুকে ঠুকে মেরেছে। ফোন ভেঙে দিয়েছে। বাবা আমি একটা কথা বলছি নয় আমাদের আলাদা করো নাহলে আমি গলায় দড়ি দেব। আমার খুব কষ্ট হচ্ছে। ২ দিনের মধ্য়ে কিছু করো নাহলে আমার লাশ পাবে।''
মৃতার পরিবারের দাবি, বুধবার সকালে শ্বেতার সঙ্গে কথা বলার পরই, তাঁর বাবা শ্বশুরবাড়িতে পৌঁছোন। প্রথমে তাঁকে তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। মৃতার বাবা অভিযোগ করেন, "আমার সঙ্গে কথা হয়। আমি যাই। আমি বাড়ির সামনের অফিসে যাই। আমাকে প্রথমে দেখা করতে দেয়নি। নানা ধরনের কারণ আছে। ছেলে সন্তান নেই বলে। ছেলের বদ অভ্য়াস রয়েছে। আমরা বোঝাবার চেষ্টা করি। কিন্তু হয়নি।''
পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে শ্বেতার স্বামী জানিয়েছিলেন, টাকা পয়সার কারণে মেঘালয়ে ঘুরতে যাওয়া নিয়ে কিছু সমস্য়া তৈরি হয়েছিল। সেই নিয়ে ঝামেলা হয় তাঁদের মধ্য়ে। তবে এই ঘটনার পর এবিপি আনন্দের সামনে মুখ খুলতে চাননি মৃতার স্বামী রোহিত শাহ। মৃত গৃহবধূর বাপের বাড়ির তরফে নারেকেলডাঙায় থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। আর এরপর ২৪ ঘণ্টা কাটার আগে গ্রেফতার করা হল রোহিতকে।






















