মহিলা নির্যাতনের ঘটনায় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ জাতীয় মানবাধিকার কমিশন
আগামী ১৮ জুনের মধ্যে দুই নির্যাতিতা মহিলাকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য শেষবারের মতো নির্দেশ দিল কমিশন। নির্দেশ কার্যকর না হলে পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের।
করুণাময় সিংহ, মালদা: মালদার বামনগোলা থানার পাকুয়াহাটে দুই মহিলাকে নির্যাতনের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় ক্ষুব্ধ জাতীয় মানবাধিকার কমিশন। ছয় সপ্তাহের মধ্যে দুই নির্যাতিতাকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের।
আগামী ১৮ জুনের মধ্যে দুই নির্যাতিতা মহিলাকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য শেষবারের মতো নির্দেশ দিল কমিশন। নির্দেশ কার্যকর না হলে পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের।
জানা যায় এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন ক্ষতিপূরণের নির্দেশ দিলেও তা পালন করেনি রাজ্য সরকার। তাই এবারে শেষবারের মতো দুই নিগৃহীতা মহিলাকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল।
গত বছর ২২ জুলাই, ২০২৩ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও ক্লিপ। ওই ভিডিওর কথা সোশ্যাল মিডিয়ায় টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ওই ভিডিও ক্লিপে দেখা যায়, প্রচুর মানুষের ভিড় ৷ তার মধ্যে দুই মহিলাকে বেধড়ক মারধর করছেন৷ চলছে জুতোপেটাও৷ ১৯ জুলাই বামনগোলা থানার পাকুয়াহাটে এই ঘটনাটি ঘটেছে। কার্যত বিবস্ত্র করে মারধর করা হয় ওই দুই মহিলাকে। চোর অপবাদে চলে মারধর। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে পুলিশ দুই মহিলার বিরুদ্ধে মামলা রুজু করে। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনজীবী অমিতাভ মৈত্র বলেন, ‘ক্ষতিপূরণ তো দূরের কথা, রাজ্য সরকার সেই নির্দেশের কোনও উত্তর দেওয়ারও প্রয়োজনীয়তা বোধ করেনি। বাধ্য হয়েই আমরা ফের জাতীয় মানবাধিকার কমিশনের কাছে নালিশ জানাই। জাতীয় মানবাধিকার কমিশন আগামী ১৮ জুনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য শেষবারের মতো নির্দেশ দিয়েছে। না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে।'
আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। মহিলারাই নির্যাতিতা হয়েছে। অথচ রাজ্য সরকার কিছুই করছে না। জাতীয় মানবাধিকার কমিশন তাদের নির্দেশ দেওয়ার পরও কোন ভূমিকা নেই তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের কটাক্ষ বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
মানবাধিকার কমিশনের তরফে যা নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করবে পুলিশ। দাবি রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণ নারায়ণ চৌধুরীর। সরকার ওই দুই মহিলার পাশে আছে বলে জানান তিনি।
সমাজকল্যাণ দপ্তরকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি, জানলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া।