News Live Updates: ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ, কমিশনকে জানাল আধার কর্তৃপক্ষ
News Live: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
সিসি ক্যামেরার ফুটেজে বন্দি দিল্লি বিস্ফোরণের মুহূর্ত। সন্ধে ৬টা বেজে ৫০ মিনিটে বিস্ফোরণ, তারপরেই ব্ল্যাকআউট সিসি ক্যামেরা।
দিল্লি বিস্ফোরণ আত্মঘাতী হামলা নয়। ষড়যন্ত্র ফাঁস, একের পর এক গ্রেফতারের পর ধরা পড়ে যাওয়ার ভয়ে তড়িঘড়ি বিস্ফোরণ ঘটানো হয়, খবর সূত্রের। তদন্তে NIA.
উন্নতমানের বিস্ফোরক না থাকায় অভিঘাত কম। ঘটনাস্থলে মেলেনি ধারালো বস্তুর টুকরো। সংগৃহীত ৪২টি নমুনা। অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বস্তু উদ্ধার। ল্যাবে ফরেন্সিক পরীক্ষা।
দিল্লি বিস্ফোরণে ১২ জনের মৃত্যু, আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে বসবে নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট। প্রধানমন্ত্রী মোদি ছাড়াও থাকবেন অমিত শাহ, রাজনাথ।
জঙ্গি-মডিউলে মহিলা ডাক্তার? সরাসরি যোগ মাসুদ আজহারের বোনের সঙ্গে? বিস্ফোরণে জইশ যোগের সন্দেহ। শ্রীনগর থেকে আরও ১ সরকারি চিকিৎসক আটক।
দিল্লি বিস্ফোরণকাণ্ডে এবার নাম উঠে এল কাশ্মীরের এক মৌলবিরও। শ্রীনগর থেকে গ্রেফতার ইমাম ইরফান আহমদ ছাড়াও ফরিদাবাদের মৌলবিকেও জিজ্ঞাসাবাদ।
দিল্লিতে বিস্ফোরণের পর জম্মু-কাশ্মীর জুড়ে তল্লাশি। জামাত যোগের সন্ধানে সোপিয়ান, সোপোর, বারামুলায় পুলিশের অভিযান। নথি, গ্যাজেট বাজেয়াপ্ত।
হরিয়ানার ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ২ দিন পরেই হরিয়ানারই রোহতকে গাড়িতে মিলল ১ কোটি টাকা। কোথায় যাচ্ছিল অত টাকা? গাড়িতে থাকা ৪ জনকে জিজ্ঞাসাবাদ।
শীতল পশ্চিমি হাওয়া, কলকাতায় ১৭ ডিগ্রিতে নামল পারদ। আগামী ৫ দিন আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস। পশ্চিম পারদ ১৪-য়, দার্জিলিঙে তাপমাত্রা ৮ ডিগ্রিতে।
গুজব উড়িয়ে অবশেষে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র। শারীরিক অবস্থার উন্নতি, হাসপাতাল-মুক্তি ৮৯ বছরের অভিনেতার, জানানো হল পরিবারের তরফে। আপাতত বাড়িতেই চলবে চিকিৎসা।
আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গোবিন্দা। বাড়িতে অচেতন হয়ে পড়েছিলেন অভিনেতা। কয়েক ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পেলেন হাসপাতাল থেকে।
Delhi Blast: 'চক্রান্তের নেপথ্যে যারা, কাউকেই ছাড়া হবে না', হাসপাতালে আক্রান্তদের দেখতে গিয়ে ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর
'চক্রান্তের নেপথ্যে যারা, কাউকেই ছাড়া হবে না', হাসপাতালে আক্রান্তদের দেখতে গিয়ে ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর। ভুটান থেকে দিল্লি ফিরেই LNJP হাসপাতালে প্রধানমন্ত্রী। দেখা করলেন আহতদের সঙ্গে, কথা বললেন চিকিৎসকদের সঙ্গে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট প্রধানমন্ত্রীর।
Delhi Blast: দিল্লি বিস্ফোরণকাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়
দিল্লি বিস্ফোরণকাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। ফরিদাবাদে জঙ্গি মডিউল-যোগে ধৃত চিকিৎসক মুজাম্মিল ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। দিল্লি বিস্ফোরণের সন্দেহভাজন মূল চক্রী উমর উন নবির ঘনিষ্ঠ মুজাম্মিল। ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক হিসেবে কাজ করছিল উমর উমর ও মুজাম্মিল ২ জনেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। উমর ও মুজাম্মিল জইশ-ই-মহম্মদের 'জঙ্গি-চিকিৎসক' মডিউলের সদস্য, দাবি তদন্তকারীদের। মুজাম্মিল বিষয়ে বিস্তারিত জানতে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ৫২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।






















