Coochbehar: বিধানসভা ভোটের ১ বছর পরও ঘরছাড়া বিজেপি কর্মী, পরিবারের সঙ্গে দেখা করলেন নিশীথ
এখনও কোচবিহারের হাজরাহাটের বাড়িতে ফেরেননি বিজেপি কর্মী বিপিন বর্মন। প্রায় পরিত্যক্ত হয়ে যাওয়া সেই বাড়িতে, রবিবার গেলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বাড়িছাড়া বিজেপি কর্মীর বাড়িতে গেলেন নিশীথ প্রামাণিক। বিধানসভা ভোটের ফলাফলের পর কোচবিহারের হাজরাহাটের বিজেপি কর্মী বিপিন বর্মনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল বিপিন বর্মনের বাড়িতে গিয়ে তাঁর ছেলের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দিলেন বিজেপি সাংসদ। কটাক্ষ করেছে তৃণমূল।
সিলিং থেকে খসে পড়েছে চাঙড়। ভাঙাচোরা অ্যাসবেস্টরের দেওয়াল। বাড়িজুড়ে হামলার ছাপ স্পষ্ট। বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পর কেটে গেছে ১ বছরেরও বেশি সময়। কিন্তু, এখনও কোচবিহারের হাজরাহাটের বাড়িতে ফেরেননি বিজেপি কর্মী বিপিন বর্মন। প্রায় পরিত্যক্ত হয়ে যাওয়া সেই বাড়িতে, রবিবার গেলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
বিধানসভা ভোটের ফল বেরোনোর আড়াই মাস পর এক বৃদ্ধ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মী বিপিন বর্মনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিপিনের দাবি, তারপরই স্ত্রীকে নিয়ে ওড়িশায় পালিয়ে যান। এখনও সেখানেই থাকেন তাঁরা। রবিবার বিপিনের ছেলেকে সঙ্গে নিয়ে পরিত্যক্ত বাড়িতে গিয়ে বাড়ি মেরামতের পাশাপাশি, দ্রুত বিপিনকে বাড়ি ফেরানোর আশ্বাস দেন বিজেপি সাংসদ। রবিবার, বিপিন বর্মনের ছেলের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন নিশীথ প্রামাণিক।
উত্তরবঙ্গ ভঙ্গের ডাক: সম্প্রতি প্রকাশ্য সভায়র উত্তরবঙ্গ ভঙ্গের ডাক দেওয়ার অভিযোগ ওঠে। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি সমর্থন করলেন কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ, বঞ্চনা থেকে রেহাই পেতেই এই দাবিকে সমর্থন। বিজেপি-কে (BJP) পাল্টা আক্রমণ করে তৃণমূল (TMC)।
নিশীথের উপস্থিতিতেই প্রকাশ্য সভায় উত্তরবঙ্গ ভঙ্গে সমর্থন নেতাদের
বর্তমান কোচবিহার (Cooch Behar News) জেলা অতীতে বৃহত্তর কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল। ২৮ অগাস্ট, ১৯৪৯ ভারতের সঙ্গে যুক্ত হয় কোচবিহার। সেই উপলক্ষে রবিবার কোচবিহার শহরে একটি জনসভা করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), বিজেপি বিধায়ক মালতিরাভা রায়, সুকুমার রায়।
সেখানেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিকে সমর্থন করেন বিজেপি বিধায়ক সুকুমার রায়। তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গের আলাদা করার দাবিকে সমর্থন করি।’’ তিনি আরও বলেন, ‘‘উত্তরবঙ্গ বঞ্চিত আমরা বলে আসছি আর সেই জন্য উত্তরবঙ্গের জন্যে যে দাবি উঠছে যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য করতে হবে, সেই দাবিকেও আমরা সমর্থন করি। উত্তরবঙ্গবের উন্নয়ন হয়নি।’’
নিশীথ প্রামাণিকের নামে অভিযোগ: কোচবিহারে (Cooch Behar) যাঁরা চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন, তাঁদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের (Nisith Pramanick) নাম না করে অভিযোগ তৃণমূল বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha)। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তবে এ নিয়ে নিশীথ প্রামাণিকের প্রতিক্রিয়া মেলেনি।
ফের উদয়ন গুহর নিশানায় নিশীথ প্রামাণিক। এবারের উপলক্ষ, স্কুলে নিয়োগ দুর্নীতি বিরোধী বিজেপির কর্মসূচি। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে শনিবার কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকায় মিছিল করে বিজেপি (BJP)। শুক্রবারই সোশাল মিডিয়ায় বিজেপি জানায়, কর্মসূচিতে উপস্থিত থাকবেন কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিকের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে শুক্রবারই সোশাল মিডিয়ায় কটাক্ষ করেন দিনহাটার তৃণমূল (TMC) বিধায়ক উদয়ন গুহ।