Bike Accident: রাতের রাস্তায় মত্তদের রেস, বেপরোয়া গতিতে মহিলাকে পিষল বাইক, পথেই শেষ প্রাণ
Accident Death: গুরুতর জখম মহিলাকে উদ্ধার করে বারাসাত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উত্তর ২৪ পরগনা: রাতের রাস্তায় মত্তদের বাইক রেস আর সেই বেপরোয়া গতির বলি হলেন এক মহিলা। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর ২৪ পরগনার বারাসাতে। এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত অসীমা দাস দত্তপুকুরের মণ্ডলগাছির বাসিন্দা। গতকাল নোয়াপাড়া এলাকায় প্রতিবেশীর বাড়ি যাচ্ছিলেন তিনি। অভিযোগ, কয়েকটি বাইকের মধ্যে রেস চলছিল তখন। বারাসাতের ন'পাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা মারে।
এরপর গুরুতর জখম মহিলাকে উদ্ধার করে বারাসাত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীদের একাংশের অভিযোগ, রোজ রাতে ১২ নম্বর জাতীয় সড়কে চলে মত্ত যুবকদের বাইক রেস। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তাঁদের বক্তব্য, এবিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি।
এর আগে বৃহস্পতিবার হাওড়ায় জোড়া দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হল। আহত হন ৩ জন। কোনা এবং পাঁচলা--দুটি জায়গাতেই দুর্ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। কোনায় পথ অবরোধ করে লরি, ম্যাটাডোর ভাঙচুর করা হয়। পাঁচলার রানিহাটিতে ভেঙে দেওয়া হয় পুলিশের কিয়স্ক। র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।
প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ৯টা নাগাদ কোনা মোড়ের কাছে সার্ভিস রোডে। কলকাতা যাওয়ার পথে, বাইক চালক ব্রেক কষায় ছিটকে পড়েন পিছনে বসা আরোহী। পিছন থেকে আসা লরির চাকা তাঁর ওপর দিয়ে চলে যায়। আহত হন বাইক চালক। রাত সাড়ে ১০টা নাগাদ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে পাঁচলার রানিহাটিতে ১৬ নম্বর জাতীয় সড়কে। লরির ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহী কিশোরের। বাইক চালক-সহ ২ জন আহত হন। দুটি দুর্ঘটনাতেই লরি চালক পলাতক।






















