Bus Problem : জ্বালানির জ্বালায় জর্জরিত, পথেই নামছে না বহু বাস, নাকানিচোবানি যাত্রীদের
আগের মতো যে রাস্তায় আর বাস নামছে না, স্বীকার করে নিচ্ছেন বাসকর্মীরাও। রাস্তায় বেরিয়ে নাজেহাল হচ্ছেন যাত্রীরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী।
ব্রতদীপ ভট্টাচার্য, সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : জ্বালা বাড়িয়ে জেলায় জেলায় সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল! ১০০ গণ্ডি পার করে ফেলেছে পেট্রোল! জ্বালানির আগুন দামের জোর ধাক্কা লেগেছে গণপরিবহণ ব্যবস্থায়। অভিযোগ, রাস্তায় বেসরকারি বাসের পাশাপাশি কমছে সরকারি বাসের সংখ্যা।
জ্বালানির অভাবে রাস্তায় বের হচ্ছে না বহু বাস
ভোগান্তির ছবি দেখা গেল হাবরা ও বারাসাতের সরকারি বাস ডিপোতেও। দুই জায়গাতেই সারি দিয়ে দাঁড়িয়ে বাস। অভিযোগ, জ্বালানির অভাবে রাস্তায় বের হচ্ছে না বহু বাস। নিত্যযাত্রীদের অভিযোগ, বাস মিলছে না। রাস্তায় নেমে অসুবিধেয় পড়তে হচ্ছে। নিত্যযাত্রীরা বুঝে পাচ্ছেন না, কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। জ্বালানির খরচ বহুগুণ বেড়ে যাওয়ায় বারবার ভাড়া বাড়ানোর দাবি তুলছেন বাস মালিকরা। এদিকে, ভাড়া বাড়ানোর ব্যাপারে সরকারের ঘর থেকে এখনও আসেনি কোনও আশ্বাস! ফলে রুজি-রোজগার হারানোর আশঙ্কায় প্রমাদ গুণছেন বেসরকারি পরিবহণ কর্মীরা।
পরিবহণমন্ত্রীর আশ্বাস
আগের মতো যে রাস্তায় আর বাস নামছে না, স্বীকার করে নিচ্ছেন বাসকর্মীরাও। রাস্তায় বেরিয়ে নাজেহাল হচ্ছেন যাত্রীরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী। পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের আশ্বাস, বিষয়টি শুনেছি, ব্যবস্থা নেওয়া হবে, দ্রুত পরিস্থিতি ঠিক হবে। গণ পরিবহণের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ। এভাবে বাসের সংখ্যা কমলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আশঙ্কার প্রহর গুণছেন নিত্যযাত্রীরা।
আরও পড়ুন :
তীব্র হয়েছে তাপদাহ, জেলায় জেলায় স্কুলগুলি এই ব্যবস্থা নিল
পড়ুন আজকের দুপুরের শিরোনাম
১। নির্যাতিতার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই, ময়নাগুড়িতে আরেক বিশেষভাবে সক্ষম নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। বাড়িতে চড়াও স্থানীয়রা। অভিযুক্ত প্রতিবেশী গ্রেফতার।
২। গাংনাপুর গণধর্ষণ ও খুনের মামলায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ। নির্যাতিতার মায়ের জবানবন্দি নেওয়ার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার।
৩। বেলঘরিয়া নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা, ভাঙচুর। পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। আটক বাড়ি মালিক। মধুচক্র চালানোর অভিযোগ স্থানীয়দের।
৪। সোনারপুরে জমি দখলের অভিযোগ প্রত্যাহার না করায়, মহিলাকে তুলে নিয়ে গুলি করে মারার হুমকি। অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযোগকারিণীর পাশে আছি, ঘোষণা বিধায়ক লাভলির।
৫। শিক্ষক ও পুলিশ নিয়োগ-সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযান। তিন জায়গা থেকে মিছিলে পরিকল্পনা। নজর প্রশাসনের।
৬। সারেঙ্গা থেকে রাইপুর, জঙ্গলমহলের দু’জায়গায় একই দিনে মাওবাদীদের নামে পোস্টার।
৭ I এলাকায় আতঙ্ক। নবান্নে মাও সমস্যা নিয়ে ৪ রাজ্যের সচিব পর্যায়ের বৈঠক।
৮ । উত্তর ২৪ পরগনার টিটাগড়ে এলাকা সাফাই করার সময় বিস্ফোরণ। বিস্ফোরণে আহত ১। তল্লাশিতে মিলল ৬টি বোমা। মালদার কালিয়াচকেও মিলল ব্যাগ ভর্তি বোমা।
৯। মালদায় বিস্ফোরণে শিশু জখমের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলার আর্জি আইনজীবীর। দ্রুত শুনানির আবেদন। বিবেচনার আশ্বাস প্রধান বিচারপতির।