Ayodhya Ram Mandir : রোগ কেড়ে নিয়েছে পা, এক পায়ে ভর করেই সাইকেলে অযোধ্যায় চললেন গোবরডাঙার সৌমিক
Ramlalla pran pratistha Event on bicycle : অযোধ্যায় যাচ্ছেন সৌমিক। নেই একটি পা। তাতে কী? ভগবানের উপর আস্থা রেখে এক পায়ে সাইকেল চালিয়েই তাঁর গন্তব্য এখন রাম জন্মভূমি।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : মনে অটল রামভক্তি। কঠিন দিনেও হারাননি মনোবল। ভরসা রেখেছেন শ্রী রামের উপর। আর সেই ভক্তিতে ভর করেই এবার অযোধ্যায় যাচ্ছেন সৌমিক। নেই একটি পা। তাতে কী? ভগবানের উপর আস্থা রেখে এক পায়ে সাইকেল চালিয়েই তাঁর গন্তব্য এখন রাম জন্মভূমি।
২২ জানুয়ারি উদ্বোধন রামমন্দিরের। তা নিয়ে সারা দেশ জুড়ে উন্মাদনা। কাশ্মীর থেকে কন্যা কুমারী, বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ সেদিন অযোধ্যা পৌঁছনোর চেষ্টা করছেন। কারও উদ্দেশ্য মানত-পূরণ। কারও লক্ষ্য আবার রামমন্দিরে রামলালার অভিষেকের স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকা। এবার এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যার রাম মন্দিরে উদ্দেশ্যে রওনা দিলেন গোবরডাঙ্গার সৌমিক ও তাঁর বন্ধু।
২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে রামলালার মূর্তি স্থাপন হবে। আর তার আগেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছেন অযোধ্যায়। সেই একই ছবিই দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গায়। এখানকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমিক গোলদার ও তার বন্ধু রাকেশ মণ্ডল দুজনেই সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশে রওনা দিলেন মঙ্গলবার।
এদিন সকালে গোবরডাঙ্গা রাম মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করেন সৌমিক। গত বছর জটিল রোগের কারণে একটি পা বাদ যায় তারপরেও এক পায়ে সাইকেল চালিয়ে এক হাজার কিলোমিটার পাড়ি দেবেন সৌমিক।
রামের প্রতি অশেষ ভক্তি শক্তি করে এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা, এমনটাই জানান তিনি। এর আগে এক পায়ে সাইকেল চালিয়ে লক্ষকন্ঠে গীতা পাঠ অংশ নিয়েছিলেন। আগামী ২২ তারিখের মধ্যে অযোধ্যা পৌঁছবেনই , বিশ্বাস তাঁর।
২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই অভিষেক অনুষ্ঠানের সাক্ষী থাকতে চান অনেকেই। তবে ট্রাস্টের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে, ওই দিন অযোধ্যায় ভিড় না করে , যে যাঁর স্থানীয় মন্দিরেই পুজো সারুন। তা সত্ত্বেও বহু মানুষেরই জীবনের সাধ, রাম জন্মভূমিতে রাম লালার প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাক্ষী থাকার। দেশজুড়ে তাই উন্মাদনা তুঙ্গে।
আরও পড়ুন :
আসছে বিনায়ক চতুর্থী, কবে, কোন মুহূর্তে গণেশ আরাধনায় কার্যসিদ্ধি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y