এক্সপ্লোর
Vinayak Chaturthi 2024: আসছে বিনায়ক চতুর্থী, কবে, কোন মুহূর্তে গণেশ আরাধনায় কার্যসিদ্ধি?
Vinayak Chaturthi Time Dates: যাঁরা বিনায়ক চতুর্থীর উপবাস করেন, তাঁদের ঘরে সুখ-সমৃদ্ধির অভাব হয় না। ২০২৪ সালের প্রথম বিনায়ক চতুর্থীর তারিখ, শুভ সময় এবং তাৎপর্য জানুন।
আসছে বিনায়ক চতুর্থী, ( ছবি : pixabay.com )
1/9

দুর্গাপুজোর আগেই একবার পালন হয় গণেশ চতুর্থী। আর হয় বছরের এই সময়টায়। পৌষ মাসের শুক্লপক্ষে পালন করা হয় বিনায়ক চতুর্থী । এদিন গণেশের পুজোর আয়োজন করা হয় ঘরে ঘরে । বিশ্বাস এদিন ভগবান গণেশের পুজো করলে সাফল্য তাঁদের সঙ্গী হয়।
2/9

বিনায়ক চতুর্থীর (Vinayak Chaturthi) বিশেষ মহিমা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই উপবাস সাধককে প্রতিটি সংকট ও দুর্যোগ থেকে রক্ষা করে।
Published at : 10 Jan 2024 07:33 AM (IST)
আরও দেখুন






















