Amdanaga News: থানায় মহিলাকে মারধরের অভিযোগ, আমডাঙার আইসি-র বিরুদ্ধে মামলা বারাসাত জেলা আদালতে
North 24 Parganas: আইসির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বারাসাত জেলা আদালতে। অভিযুক্তের বিরুদ্ধে নোটিস করেছে আদালত।

সমীরণ পাল, বারাসাত: তৃণমূল বিধায়কের পর এবার আমডাঙার আইসি-র বিরুদ্ধে অভিযোগ এক মহিলার। আইসি রাজকুমার সরকার ও এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন আক্রান্ত মহিলা। আইসি-র বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বারাসাত জেলা আদালতে। অভিযুক্তের বিরুদ্ধে নোটিস জারি করেছে আদালত।
গত সপ্তাহে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় আইসির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ করেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। তার এক সপ্তাহের মধ্যে সেই আইসি রাজকুমার সরকার ও এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিযোগ করলেন এক মহিলা। আইসির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বারাসাত জেলা আদালতে। অভিযুক্তের বিরুদ্ধে নোটিস করেছে আদালত। অগাস্ট মাসে আমডাঙার খুড়িগাছি এলাকায় বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হয় ওই মহিলার ছেলেকে। তাকে ছাড়াতে থানায় গেলে ধৃতের মা , বোন সহ পরিবারের একাধিক সদস্যকে মারধরের অভিযোগ ওঠে আইসির বিরুদ্ধে। পুলিশ সুপারের নির্দেশে তদন্ত করে রিপোর্ট দেন অতিরিক্ত পুলিশ সুপার জোনাল। বোমাবাজির পরের দিন গুলিও চলে খুড়িগাছি এলাকায়। সেই ঘটনায় ধৃতদের গোপন জবানবন্দিতে আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি ও আমডাঙার তৃণমূল বিধায়কের ভাই আনিসুর রহমানের নাম উঠে আসে। তার নাম ছিল FIR-এ। পুলিশ আনিসুর রহমানের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আদালত। এরমধ্যে গত সপ্তাহে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় আইসির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ করেন আমডাঙার তৃণমূল বিধায়ক। তারপরেই বারাসাত জেলা আদালতে আইসি সহ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করলেন এক মহিলা ও তার পরিবার। গোটা ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে চাননি আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আদালতের নোটিস পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আক্রান্ত মহিলার অভিযোগ, "প্রথমবার মারধরের জেরে অজ্ঞান হয়ে যাই, জ্ঞান ফিরলে ফের মারধর করা হয়। তিনি জানিয়েছেন, "আমাৎ ছেলে, স্বামী গ্রেফতার হয়েছিল। আমি দেখতে গিয়েছিলাম। আমাকে বলল বড়বাবু ডাকছে ঘরের ভেতরে। আমাকে গালিগালাজ করেছে। আমাকে বিবস্ত্র করে মেরেছে। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তুলে জল ছিটিয়েছে। আবার আরেকজন এসে মারল।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Howrah Road Controversy: দল বদলে নাম বদল? হাওড়ায় রাস্তার নাম পরিবর্তনে নয়া বিতর্ক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
