North 24 Parganas News: বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে দুর্ঘটনা, মহেশতলায় মৃত্যু যুবকের, ইএসআই হাসপাতালে ভাঙচুর পরিবারের
North 24 Parganas News: ইএসআই হাসপাতালের সামনে বজবজ ট্রাঙ্ক রোডে পর পর দু’টি স্পিড ব্রেকার রয়েছে। বাইকের গতি বেশি থাকায়, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে মৃতের মোটর সাইকেলটি।
![North 24 Parganas News: বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে দুর্ঘটনা, মহেশতলায় মৃত্যু যুবকের, ইএসআই হাসপাতালে ভাঙচুর পরিবারের North 24 Parganas Maheshtala man dies in road accident family and friends accused of vandalising ESI Hospital North 24 Parganas News: বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে দুর্ঘটনা, মহেশতলায় মৃত্যু যুবকের, ইএসআই হাসপাতালে ভাঙচুর পরিবারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/18/393a96e58fa280560873a6182d624109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: মোটর সাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড মহেশতলায় (Maheshtala)। মৃতের চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। সেই নিয়ে ইএসআই হাসপাতালে (ESI Hospital) চরম অশান্তি। হাসপাতালে মৃতের পরিবারের লোকজন ভাঙচুর চালান বলে অভিযোগ।
শুক্রবার বজবজ (North 24 Parganas News) ইএসআই হাসপাতালে ধুন্ধুমার বাধে। পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুরে বান্ধবীর সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন সোমনাথ সাউ নামের ৩২ বছর বয়সি এক যুবক। বজবজ থেকে বাটানগর যাচ্ছিলেন তিনি। সেই সময় দুপুর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনায় পড়েন তিনি (Motorbike Accident)।
স্থানীয় সূত্রে খবর, ইএসআই হাসপাতালের সামনে বজবজ ট্রাঙ্ক রোডে পর পর দু’টি স্পিড ব্রেকার রয়েছে। বাইকের গতি বেশি থাকায়, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে মৃতের মোটর সাইকেলটি। সজোরে ডিভাইডারে ধাক্কা মারে মোটর সাইকেলটি। তার তীব্রতায় ওই যুবক ছিটকে পড়েন রাস্তায়।
আরও পড়ুন: North Dinajpur News: ইসলামপুরে কানাইয়ালাল, উত্তর দিনাজপুরে তিন পুরসভার চেয়ারম্যানের নাম জানাল তৃণমূল
এর পর সঙ্গে সঙ্গেই ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এর পরই হাসপাতালে সোমনাথের বন্ধু-বান্ধব এবং পরিবারের লোকজন এসে উপস্থিত হন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তাঁরা ঝামেলা শুরু করেন বলে অভিযোগ। চিকিৎসায় গাফিলতির জেরেই যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তাঁরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসপাতালে। পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে পুলিশকে ছুটে আসতে হয়। এসে পৌঁছন বজবজের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা ঘোষ এবং মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত বেরা। বিক্ষুব্ধদের বোঝানোর চেষ্টা করেন তাঁরা। চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি বলে সকলকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ হয়নি। এর পর বিক্ষুব্ধদের উপর লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় দু’জনকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)