North Dinajpur News: ইসলামপুরে কানাইয়ালাল, উত্তর দিনাজপুরে তিন পুরসভার চেয়ারম্যানের নাম জানাল তৃণমূল
North Dinajpur News: যদিও জেলার দুটি পুরসভায় এখনও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেনি শাসকদল। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে ঘাসফুল শিবির।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের (North Dinajpur) তিন পুরসভায় চেয়ারম্যানের (Municipality Chairman) নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (TMC)। যদিও জেলার দুটি পুরসভায় এখনও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেনি শাসকদল। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে ঘাসফুল শিবির।
উত্তর দিনাজপুরের ৪টি পুরসভার মধ্যে যে তিনটি পুরসভায় ভোট হয়েছে, তার প্রত্যেকটিতে জয়ী হয়েছে তৃণমূল। ওই তিন পুরসভায় চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে শাসক দল। ইসলামপুর (Islampur) পুরসভার চেয়ারম্যান করা হয়েছে ওই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালকে। যিনি তৃণমূল জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন।
ডালখোলা (Dalkhola) পুরসভার নতুন চেয়ারম্যান স্বদেশ সরকার। কালিয়াগঞ্জ (Kaliaganj) পুরসভার চেয়ারম্যান করা হয়েছে রামনিবাস সাহাকে।
যদিও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষিত হয়েছে শুধুমাত্র ডালখোলা পুরসভায়। ইসলামপুর ও কালিয়াগঞ্জে ভাইস চেয়ারম্যানের চেয়ারে কারা বসবেন, তা এখনও জানা যায়নি।
কানাইয়ালাল আগরওয়াল বলেছেন, ডালখোলার ভাইস চেযারম্যান ফিরোজ আহমেদ সাহেব। ইসলামপুর, কালিয়াগঞ্জে ভাইস চেয়ারম্যানের নাম পরবর্তী পর্যায়ে ঘোষণা করব।
পুরসভায় চেয়ারম্যানের চেয়ারে কে বসবে, তা নিয়ে জেলায় জেলায় তৃণমূলের অন্দরের বিরোধ সামনে এসেছে। এই আবহে উত্তর দিনাজপুরের দুই পুরসভায় ভাইস চেয়ারম্যানের নাম এখনও পর্যন্ত ঘোষণা না হওয়ায়, শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে ঘাসফুল শিবির। উত্তর দিনাজপুর বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন বলেছেন, তৃণমূল আপাদমস্তক একটা উচ্ছৃঙ্খল দল। ১০৮ টার মধ্যে ১০৩টি পুরসভা জিতেও নিজেদের মধ্যে ঝগড়া চলছে। তাই ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করতে পারছে না। বোর্ড গঠন করতে পারছে না।
উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক তথা বিধায়ক মোশারফ হোসেন দলের অন্দরে বিবাদের অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, অন্তর্কলহের কোনও ব্যাপার নেই। তৃণমূল সুশৃঙ্খল দল। দল যাকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান করবে সবাই তাকে মেনে নেবে। এই নিয়ে বিজেপির মাথা ঘামানোর দরকার নেই।
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সূত্রে খবর, ২১ মার্চ ডালখোলা,২৩ মার্চ ইসলামপুর ও ২৫ মার্চ কালিয়াগঞ্জ পুরসভার বোর্ড গঠনের দিন ঠিক হয়েছে।