North 24 Parganas News: মছলন্দপুরে যুবক খুন, গ্রেফতার অভিযুক্ত
মৃত যুবকের নাম অঙ্কন ভঞ্জ চৌধুরি। তাঁর বাড়ি বেড়গুম ১নং গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। অভিযুক্তের নাম অনির্বান নাগ। তার বাড়ি মছলন্দপুর ১নং গ্রাম পঞ্চায়েতের অধীন উলুডাঙ্গা ১নং কলোনিতে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রবিবার রাত সাড়ে নটা নাগাদ উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে খুন এক যুবক। ঘটনাটি ঘটেছে বেড়গুম ১নং গ্রাম পঞ্চায়েতের নকপুলে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তীকালে তল্লাসী চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
কী ঘটেছে-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অঙ্কন ভঞ্জ চৌধুরি। তাঁর বাড়ি বেড়গুম ১নং গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। অভিযুক্তের নাম অনির্বান নাগ। তার বাড়ি মছলন্দপুর ১নং গ্রাম পঞ্চায়েতের অধীন উলুডাঙ্গা ১নং কলোনিতে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রবিবার আনুমানিক রাত সাড়ে নটা নাগাদ অঙ্কন ভঞ্জ চৌধুরি নামে ওই যুবককে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত। ধারাল অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়েন মৃত যুবক। দ্রুত খবর যায় পুলিশের কাছে। এলাকার লোকজন এবং পুলিশ সঙ্গে সঙ্গে ওই যুবককে স্থানীয় বাউগাছি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় হাবরা হাসপাতালে। কিন্তু চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি ওই যুবককে। অত্যধিক রক্তক্ষরণের ফলে হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের।
আরও পড়ুন - North 24 Pargana: দেগঙ্গায় আমবাগানে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
পুলিশের বক্তব্য-
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনা ঘটার পরই মাত্র কুড়ি মিনিটের মধ্যেই অভিযুক্তের সন্ধানে গোবরডাঙা থানার আধিকারিক কাজল বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মছলন্দপুর তদন্ত কেন্দ্রের আধিকারির অসীম পাল, পিএসআই অমিতাভ ভৌমিক, এএসআই অভিজিৎ বিশ্বাস এলাকার বিভিন্ন জায়গায় তল্লাসী চালান। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে উলুডাঙা ১নং রেলগেটের কাছ থেকে অভিযুক্ত অনির্বানকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ব্যক্তিগত শত্রুতার জেরেও ওই যুবককে খুন করেছে অভিযুক্ত। এছাড়াও এই ঘটনার পিছনে আর কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পাশাপাশি প্রকাশ্য রাস্তায় এমন নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।






















