North 24 Pargana: দেগঙ্গায় আমবাগানে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
North 24 Pargana News: সেখানে একটি আম বাগানের ভেতরে ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার মৃতদেহ মেলে। অজ্ঞাত পরিচয় বছর পঁয়ত্রিশের ওই গৃহবধূর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দেগঙ্গা কাউকেপাড়া ও বেড়াচাঁপা সাধুখাঁ পাড়ার পরে আবারও মহিলা খুনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নন্দীপাড়া কুচেমোড়া এলাকায়। সেখানে একটি আম বাগানের ভেতরে ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার মৃতদেহ মেলে। অজ্ঞাত পরিচয় বছর পঁয়ত্রিশের ওই গৃহবধূর অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান অজ্ঞাত পরিচয় মহিলার পরিচিত কেউ রাতের অন্ধকারে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে এসে তাঁকে মদ্যপান করায়। এরপর সেই গৃহবধূকে ধর্ষণ করে খুন করা হয়। অনুমান করা হচ্ছে যে শ্বাসরোধ করেও খুন করা হতে পারে সেই মহিলাকে। দেগঙ্গা থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এদিকে, এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় নন্দীপাড়া এলাকায় একটি বড় আম বাগানের ভেতরে পটলের জমি রয়েছে কুতুবুদ্দিন মন্ডল নামে এক ব্যক্তির। তিনি সকালে জমিতে গিয়ে দেখেন যে সেই মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি গ্রামবাসীদের খবর দেন। খবর জানাজানি হতেই গ্রামবাসীরা ছুটে সেখানে জড়ো হন। তখনই দেগঙ্গা থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এরপর। পাশাপাশি ঘটনাস্থলে মদের বোতল, মহিলার রক্তমাখা জামাকাপড়, জলের বতল গুটখার প্যাকেট যা কিছু পড়েছিল, সেগুলো তদন্তের স্বার্থে দেগঙ্গা থানার পুলিশ সংগ্রহ করে নিয়ে যায়। আপাতত এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হরিদেবপুরে মৃতদেহ উদ্ধার
হরিদেবপুরের কবরডাঙা (Haridevpur) এলাকায় অজ্ঞাতপরিচয় মহিলার রহস্যমৃত্যু। পুকুর থেকে উদ্ধার করা হল মৃতদেহ। ঠিক কী হয়েছিল? স্থানীয় সূত্রে খবর, দিন সকালে ইটখোলা রোডে একটি পুকুরে বছর পঞ্চাশের ওই মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
তারপরেই চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধা করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি জলে ডুবে মৃত্যু নাকি অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ (Haridevpur Police Station)।
আরো পড়ুন: জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই তৃণমূলের নেতার সংঘাত, বোমাবাজি