North 24 Parganas: রাস্তা নেই! কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের
Bagda News: রাস্তা খারাপ থাকার অভিযোগ তুলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ির সামনে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা।
সমীরণ পাল, বাগদা, উত্তর ২৪ পরগনা: রাস্তার দাবিতে বাগদায় কেন্দ্রীয় দলের কাছে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। রাস্তা খারাপ থাকার অভিযোগ তুলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ির সামনে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। বিক্ষোভকারীদের সরিয়ে দিল পুলিশ।
বৃহস্পতিবার, ১০০দিনের কাজের টাকা না পাওয়া নিয়ে পূর্ব বর্ধমানের সভা থেকে কেন্দ্রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, '১০০দিনের কাজের টাকা দিচ্ছ না কেন? পাঠাও সেন্ট্রাল টিম ইমিডিয়েট টাকা দিয়ে। আর তা নইলে জেনে রাখবে, বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।'
ক্ষোভের মুখে কেন্দ্রীয় দল:
তারপর, রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজার পারদ চড়ছে। রবিবার বাগদায় ক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন, বাগদার সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েত এলাকায় চরমণ্ডলে রাস্তার দাবিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ির সামনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। ১০০ দিনের কাজের টাকা না পাওয়া নিয়েও ক্ষোভ উগরে দেন তাঁরা।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'ভাত দেওয়ার লোক নেই, কিল মারার গোঁসাই, প্রতিহিংসাপরায়ণভাবে টাকা আটকে রেখেছে। বাংলাকে বঞ্চিত করছে। উন্নয়ন পেয়েছেন মানুষ বলেই তো জয়বাংলা বলেছেন।' পরে সেখান থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।
ঘাটালেও বিক্ষোভ:
আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, কেন্দ্রের প্রকল্পগুলির অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর গত বেশ কয়েকদিনের মতো রবিবারও বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হল তাদের। রবিবার, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনোহরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। মনসুকা গ্রামে ১০০ দিনের কাজের টাকার দাবিতে, তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দাদের একাংশ। এরপরই স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ওই এলাকার বাসিন্দা ঝর্না রুইদাস বলেন, “১০০ দিনের কাজের টাকা পাচ্ছি না। অনেকেই যোগ্য আবাস যোজনায় বাড়ি পাচ্ছে না।’
আবাস যোজনা, ১০০ দিনের কাজের প্রকল্প থেকে মিড-ডে মিল- একাধিক ইস্যু নিয়ে বারবার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে পরিদর্শন করছে। অনেক জায়গাতেই অভিযোগ পাচ্ছেন তারা। এবার তাদের ঘিরেই বিক্ষোভ দেখান হল উত্তর ২৪ পরগনার বাগদায়।
আরও পড়ুন: একশো দিনের কাজের টাকার দাবি, ঘাটালে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল