(Source: ECI | ABP NEWS)
Samik On Mamata: 'ম্যানমেড', মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা শমীক বললেন, 'তৃণমূলমেড বন্যা' !
Samik Attacks Mamata :প্রবল বর্ষণের মাঝে ডিভিসি জল ছাড়া নিয়ে তৃণমূল সুপ্রিমোর তোপের মাঝেই পাল্টা শমীক

কলকাতা: বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে মৃত্যু মিছিল। এখনও বহু মানুষ নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে গতকাল কার্নিভ্যালে মমতার যোগদান নিয়ে ইতিমধ্যেই তোপ দেগেছে বিরোধীরা। তবে প্রবল বর্ষণের মাঝে ডিভিসি জল ছাড়া নিয়ে তৃণমূল সুপ্রিমোর তোপের মাঝেই পাল্টা শমীক ভট্টাচার্য।
আরও পড়ুন, উত্তরবঙ্গে আক্রান্ত BJP ,মাথা ফাটল খগেন মুর্মুর ,শুভেন্দু বললেন, '..ব্যবস্থা নিচ্ছি' !
প্রশ্ন: শমীকদা মুখ্যমন্ত্রী বলেছিলেন, উত্তরবঙ্গের দিকে নজর রাখছি আমরা।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য : মুখ্যমন্ত্রীর নজর....নজর তো দেখলেন তো...কালকে তো সকলের নজরই কার্নিভালে।
প্রশ্ন: অভিযোগ, চারিদিকে জল ঢুকছে, ডিভিসি ছাড়ছে সেই জল..
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য : ওই গল্প.... আপনার এই যে জঙ্গলের কাঠ লুঠ হচ্ছে, এটা কি কোনও ভুটানি এসে কেটে নিয়ে গেছে ?!..নদীর..বালি কারা তুলছে ? ভুটানিরা তুলছে ? না ডিভিসি তুলছে ? গোটা উত্তরবঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে লুঠেরাদের সরকার। দক্ষিণবঙ্গের কিছু অসাধু আমলা, কিছু নেতা, তারা গোটা ডুয়ার্স কিনে ফেলেছে।
প্রশ্ন: উত্তরবঙ্গের বন্যা ম্যানমেড বলেছেন তো ! ইচ্ছে করে জল ছেড়েছে (অভিযোগ)
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য : ইয়েস, তৃণমূলমেড বন্যা।
নাগরাকাটার ঘটনার পরই, বিজেপির তরফে ফের উঠল রাজ্যে ৩৫৫ ধারা জারি করার দাবি।এই দাবি জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ই-মেল করলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। হামলার ভিডিও পাঠিয়ে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সরকারের সঙ্গে যুক্ত গুন্ডারা একজন সাংসদ ও একজন বিধায়কের উপর নির্মমভাবে হামলা চালিয়েছে। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক, বিরোধী দলের নেতা-কর্মীদের কথা তো ছেড়েই দিন, বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিরাও নিরাপদ নন। এই পরিস্থিতিতে আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব যে, আপনি পশ্চিমবঙ্গে ভারতীয় সংবিধানের ৩৫৫ ধারা কার্যকর করার জন্য অবিলম্বে পদক্ষেপ করুন।
বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলেন, এই রাজ্যে আর যাই হোক, কোনও গণতান্ত্রিক পরিবেশ নেই। আমি রাজ্যের রাজ্যপাল, যিনি আমাদের এই রাজ্যের সাংবিধানিকভাবে যাঁকে আমরা অভিভাবক বলে থাকি, সেই সাংবিধানিক প্রধানের কাছে আমি প্রার্থনা জানিয়েছি, আমি অনুরোধ করেছি যে পদক্ষেপ করার উপযুক্ত সময়। এই ঘটনা সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে, পশ্চিমবঙ্গের ভেঙে পড়া আইনশৃঙ্খলার চিত্র, সেটা তুলে ধরছে। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে এদিনের ঘটনার তীব্র সমালোচনা করে, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন।এই পোস্টে তিনি প্রধানমন্ত্রীর দফতর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যপালকে ট্যাগ করেছেন।























