Suvendu Adhikari: উত্তরবঙ্গে আক্রান্ত BJP ,মাথা ফাটল খগেন মুর্মুর ,শুভেন্দু বললেন, '..ব্যবস্থা নিচ্ছি' !
Suvendu On Khangen Murmu Shankar Ghosh Attacked :ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মারধরের মুখে বিজেপির সাংসদ ও বিধায়ক, তীব্র আক্রমণ মমতাকে, কী বললেন শুভেন্দু ?

কলকাতা: ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মারধরের মুখে বিজেপির সাংসদ ও বিধায়ক। গুন্ডামির শিকার হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদার সাংসদ খগেন মুর্মু। মাথা ফেটে গেছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'বিজেপিকে ভয় দেখাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়', আক্রমণ শুভেন্দুর।
আরও পড়ুন, উত্তরবঙ্গে BJP নেতারা আক্রান্ত, সেলিম বললেন, 'খগেন মুর্মু-শঙ্কর ঘোষ একসময় বামপন্থী ছিলেন..'
এদিন শুভেন্দু বলেন, যে রক্তের ছবি -ভিডিও গোটা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ দেখল, এটা দেখার পরেতো কারওই বলার মত ভাষা, ডিকশনারিতে নেই। বলার মত ভাষা ডিকশনারিতে খুঁজে পাচ্ছি না, যে কী ভাষা দিয়ে এটাকে নিন্দা করা যায়। এটা একটা বর্বর সরকার। অমানবিক সরকার। এবং তৃণমূল কংগ্রেসের চিহ্নিত গুন্ডারা, একটা বিশেষ সম্প্রদায়ের, তারা করেছে। এবং এটা পরিকল্পিত। যেহেতু গতকাল কার্নিভ্যালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উৎসব-নাচ, তাতে ওরা ভীষণভাবে, সাধারণ মানুষদের কাছে, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস এবং তার মুখ্যমন্ত্রী ঘৃণীত ব্যক্তিতে পরিণত হয়েছেন। ...এইটা আজকে বাধা দেওয়ার জন্য করেছেন। সম্পূর্ণভাবে দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন। এবং যারা বর্বরোচিত ঘটনা, অমানবিক ঘটনা, পশুসুলভ আচরণ করেছে, এরা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের জেহাদি শক্তি, বিশেষ সম্প্রদায়ের গুন্ডা। এদেরকে জড়ো করে, পরিকল্পিতভাবে করা হয়েছে। খগেন মুর্মুকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। শঙ্কর ঘোষকেও যেভাবে, ইট দিয়ে, পায়ের জুতো দিয়ে, যেভাবে হেনস্থা করা হয়েছে, তিনি একাধারে একজন রাজনৈতিক নের্তৃত্ব। বিধায়ক এবং সাথে সাথে একজন শিক্ষক। আমি এই ঘটনা ইতিমধ্যে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে জানিয়েছি। আমি জানিয়েছি, স্পিকার ওম বিড়লাকে। ..আমরা এটা নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানাচ্ছি, নিজেরাও ব্যবস্থা নিচ্ছি।'
প্রশ্ন: আপনাদের প্রত্যেকেরই উত্তরবঙ্গে যাওয়ার কথা রয়েছে..
শুভেন্দু অধিকারী:..আমি পৌঁছব। পৌঁছেই প্রথম খগেন মুর্মুকে দেখব। ... তারপর ওই এলাকায় সারাদিন ধরে ভিজিট রয়েছে..
প্রশ্ন: আপনাদের...
শুভেন্দু অধিকারী : না, আমাদের আটকাতে পারবে না।
অপরদিকে,
'বিধ্বস্ত উত্তরবঙ্গে মৃত্যুমিছিল, খবর পেয়েও কার্নিভালে ব্যস্ত মুখ্যমন্ত্রী। বোঝা যাচ্ছে কতটা ভয়ঙ্কর মুখ্যমন্ত্রী। গতকাল থেকেই উদ্ধারকাজ ও ত্রাণ দিচ্ছিল বিজেপির নেতা কর্মীরা। বন্যা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। মমতার পুলিশের সামনেই নির্মমভাবে হামলা।এই অমানবিক নৃশংসতার জন্য বাংলার মানুষই শাস্তি দেবে', আক্রমণ সুকান্ত মজুমদারের।






















