Rail Blockade: উত্তরবঙ্গের ৩ জায়গায় ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি, চরম দুর্ভোগে যাত্রীরা
North Bengal Rail Blockade: কোচবিহার, জলপাইগুড়ি ও মালদায় রেল রোকো কর্মসূচি, রেল রোকোর জেরে বিপর্যস্ত পরিষেবা !
উত্তরবঙ্গ: উত্তরবঙ্গের (Norh Bengal) তিন জায়গায় ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি যৌথমঞ্চের ডাকে চলছে রেল রোকো। রেল রোকোর জেরে বিপর্যস্ত পরিষেবা। ময়নাগুড়ি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা (Passenger)। কোচবিহার, জলপাইগুড়ি ও মালদায় রেল রোকো কর্মসূচি নিয়েছে কেপিপি।
উত্তরবঙ্গের তিন জায়গায় ১২ ঘণ্টার রেল রোকোর জেরে বিপর্যস্ত পরিষেবা। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও মালদায় রেল রোকো কর্মসূচি। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি যৌথমঞ্চের ডাকে চলছে রেল রোকো। নিউ ময়নাগুড়ি স্টেশনে সকাল ৬টা থেকে দাঁড়িয়ে রয়েছে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়িয়ে আছে আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ধূপগুড়িতে দাঁড়িয়ে আছে ডাউন অবধ-অসম এক্সপ্রেস। এর জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, জল-খাবার মিলছে না।
অনেকে ট্রেন থেকে শিশুদের নিয়ে নেমে বাস ধরে চলে যেতে বাধ্য হচ্ছেন। কোচবিহারেও একই কারণে রেল পরিষেবা বিপর্যস্ত। নিউ কোচবিহার, গুমানি হাট, ঘোকসাডাঙা স্টেশনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী । ময়নাগুড়িতে অবরোধে আটকে পড়ায় বহু ট্রেন আসতে পারছে না। যার ফলে হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা।
আরও পড়ুন, বিজেপি নেতার বাড়িতে হামলাকাণ্ডে গ্রেফতার ১৩ জন তৃণমূল কর্মী
অপরদিকে, নভেম্বরে মাসেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বীরবাহা হাঁসদা সম্পর্কে মন্তব্যের প্রতিবাদে রেল অবরোধ করে তৃণমূল। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম স্টেশনে সকাল ৭টা ৫০ নাগাদ কিছুক্ষণের জন্য রেল অবরোধ করা হয়। এর জেরে শিয়ালদা বনগাঁ ও শিয়ালদা হাসনাবাদ শাখায় কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা সম্পর্কে শুভেন্দুর মন্তব্যকে হাতিয়ার করে ট্যুইটও করেছিল তৃণমূল। 'মহিলা ও জনজাতি সম্প্রদায়কে ছোট করাই শুভেন্দুর স্বভাবের দ্বিতীয় দিক। আদিবাসী বিধায়ক বীরবাহা হাঁসদা সম্পর্কে অসাংবিধানিক কথা শুভেন্দুর। মহিলাদের সম্মান নিয়ে তাঁদের উপদেশ, নিষ্ঠুর পরিহাস', ভিডিও ট্যুইট করে শুভেন্দুকে আক্রমণ তৃণমূলের। পাশাপাশি অক্টোবার মাসে বর্ধমানের খানা জংশনে রেল অবরোধের ঘটনা ঘটে। লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে চলছে অবরোধ। এই অবরোধের কারণে আটকে পড়ে নয়া দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস।যাত্রীদের অভিযোগ, রামপুরহাট থেকে যে ট্রেনগুলো বর্ধমানে আসে। সেগুলো খানা স্টেশনে দীর্ঘদিন ধরে দাঁড় করিয়ে রাখা হয়। ওই লোকাল ট্রেনগুলিতে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন। ওই ট্রেনগুলিতে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন। লোকালগুলিকে দাঁড় করিয়ে রাখা হয় বলে স্থানীয় বাসিন্দাদের কাজে যেতে দেরি হয়ে যায় বলে অভিযোগ। তাঁদের দাবি, লোকালগুলিকে দাঁড় করিয়ে রেখে দূরপাল্লার ট্রেনগুলিকে পার করিয়ে দেওয়া হয়। এদিনও সেরকম ঘটনা ঘটে। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা