North Bengal Weather : দার্জিলিং-কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা, হাড় কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গে
North Bengal Weather Update : উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ থেকে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : কাঁপুনি ধরিয়ে গেল জানুয়ারির শীত। দক্ষিণবঙ্গে শীতের এখনকার স্পেলটি শেষ হলেও উত্তরবঙ্গে কিন্তু শীতের ইনিংস শেষ হচ্ছে না। আবহাওয়া দফতর বলছে, ফেব্রুয়ারির শুরুতে ফের সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।
৩১ শে জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে। সঙ্গে উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ থেকে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।
বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে বলেই মনে করছে হাওয়া-অফিস। বেশি কুয়াশা হবে মালদা এবং দুই দিনাজপুরে। জলপাইগুড়ি, কোচবিহারেও ঘনকুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিংয়ের সমতল এলাকা শিলিগুড়িতেও কুয়াশার দাপট থাকতে পারে।
মৌসম ভবন অনুসারে আজ উত্তরবঙ্গে কোথায় কত তাপমাত্রা দেখে নিন।
সূত্র: https://mausam.imd.gov.in/
Date: 2024-01-30 | |||||||
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
Coochbehar | 25.2 (29/01) | 1 | 9.6 | -2 | 89 | 79 (29/01) | NIL |
Darjeeling | 10.4 (29/01) | 0 | 3.0 | 2 | 91 | 82 (29/01) | NIL |
Jalpaiguri | 25.9 (29/01) | 1 | 10.1 | -3 | 93 | 69 (29/01) | NIL |
Kalimpong | 14.2 (29/01) | -2 | 9.5 | 3 | 80 | 63 (29/01) | NIL |
Malda | 23.5 (29/01) | -1 | 13.3 | -1 | 79 | 67 (29/01) | NIL |
Siliguri | 27.2 (29/01) | -- | 9.0 | -- | 89 | 67 (29/01) | NIL |
-
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল। দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।
আরও পড়ুন: রাম লালার অদেখা ছবি! সাজানোর আগে কেমন ছিল দেখতে? দেখালেন খোদ শিল্পী