এক্সপ্লোর
Ram Lalla: রাম লালার অদেখা ছবি! সাজানোর আগে কেমন ছিল দেখতে? দেখালেন খোদ শিল্পী
Ayodhya Ram Mandir:কালো পাথরে তৈরি মূর্তি। কপালে তিলক, হাতে তির-ধনুক। মূর্তিটি ৫১ ইঞ্চি লম্বা, চওড়ায় ৩ ফুট। ওজন প্রায় ২০০ কেজি।
ছবি: অরুণ যোগীরাজের X হ্যান্ডেল
1/8

অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির। ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামলালা দর্শনের জন্য অযোধ্যায় উপচে পড়ছে ভিড়। মাইসোরের শিল্পী অরুণ যোগীরাজের হাতে তৈরি রামলালার মূর্তিতেই হয়েছে প্রাণ প্রতিষ্ঠা। এবার সেই মূর্তির আরও কিছু ছবি শেয়ার করেছেন শিল্পী।
2/8

কালো পাথরে তৈরি মূর্তি। কপালে তিলক, হাতে তির-ধনুক। মূর্তিটি ৫১ ইঞ্চি লম্বা, চওড়ায় ৩ ফুট। ওজন প্রায় ২০০ কেজি। ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে।
Published at : 28 Jan 2024 03:00 PM (IST)
আরও দেখুন






















