Calcutta High Court Order : হাইকোর্টের নির্দেশে অবশেষে কাজে যোগ, শিক্ষিকার বকেয়া ১৩ মাসের বেতন স্কুলের তিন শিক্ষককে মেটানোর নির্দেশ আদালতের
২০২১ সালের ২০ ফেব্রুয়ারি স্কুল সার্ভিস কমিশন করোনেশন স্কুলের জন্য ইংরেজি বিষয়ের শিক্ষিকা হিসেবে তাঁর নাম সুপারিশ করে। সেই মতো ওই নিয়োগে অনুমতি দেন জেলা স্কুল পরিদর্শক।
সুদীপ চক্রবর্তী ও সৌভিক মজুমদার, রায়গঞ্জ ও কলকাতা : হাইকোর্টের (calcutta high court) নির্দেশে অবশেষে উত্তর দিনাজপুরের (north dinajpur) রায়গঞ্জ (raigung) করোনেশন স্কুলে ইংরেজির শিক্ষিকা হিসেবে যোগ দিলেন সংযুক্তা রায়। একইসঙ্গে ওই শিক্ষিকার বকেয়া থাকা ১৩ মাসের বেতনও স্কুলের তিন শিক্ষককে মেটানোর নির্দেশ দিয়েছে আদালত। এবিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন, নির্দেশ দেখে পরবর্তী পদক্ষেপ করবেন। প্রসঙ্গত, হাইকোর্ট সময় বেঁধে দিয়েছিল ৪৮ ঘণ্টার। কিন্তু সেই সময়সীমা পেরনোর আগে, ২৪ ঘণ্টার মধ্যেই কাজে যোগ দিলেন ইংরেজি বিষয়ের শিক্ষিকা সংযুক্তা রায়। মঙ্গলবার তাঁকে শিক্ষিকা হিসেবে নিয়োগপত্র দিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন স্কুল।
কী কারণে কাজে যোগ দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল?
উত্তর দিনাজপুরের টুটিকাটা হারমা আদিবাসী জুনিয়র গার্লস স্কুলে চাকরি করতেন রায়গঞ্জের বাসিন্দা সংযুক্তা। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি স্কুল সার্ভিস কমিশন করোনেশন স্কুলের জন্য ইংরেজি বিষয়ের শিক্ষিকা হিসেবে তাঁর নাম সুপারিশ করে। সেই মতো ওই নিয়োগে অনুমতি দেন জেলা স্কুল পরিদর্শক। অভিযোগ তাতে বাধ সাধেন করোনেশন স্কুলের দুই প্রাক্তন টিচার ইনচার্জ শুভাশিস বসাক ও স্বপন চক্রবর্তী এবং বর্তমান প্রধান শিক্ষক কালীচরণ সাহা। তাঁদের বক্তব্য ছিল, ইতিমধ্যে এক জন শিক্ষক ওই বিষয়ে কর্মরত রয়েছেন। তাই নতুন কাউকে নেওয়া হবে না। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন সংযুক্তা রায়।
হাইকোর্টের রায়
দীর্ঘ আইনি লড়াইয়ের পর, গত সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ, শিক্ষিকাকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। আদালত আরও নির্দেশ দেয়, শিক্ষিকার বকেয়া থাকা ১৩ মাসের বেতন বর্তমান প্রধান শিক্ষক ও দুই প্রাক্তন টিটার ইনচার্জকে মেটাতে হবে। শিক্ষিকার মোট বেতনের অর্থ ভাগাভাগি করে মেটানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে হাইকোর্টে।
আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশে বাড়ল নম্বর, প্রাইমারি স্কুলে চাকরি পাচ্ছেন ৭৩৮ জন