Maha Kumbh 2025: মেয়ের বাড়ি গিয়ে পিকআপ ভ্যানে মহাকুম্ভে ! তীর্থ করে ফেরার পথেই দুর্ঘটনায় প্রাণ গেল মহিলার
Road Accident: দুর্ঘটনায় আহত শান্তি দেবীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সুদীপ চক্রবর্তী, সূর্যাপুর (উত্তর দিনাজপুর) : মহাকুম্ভ ঘিরে আরও এক দুর্ঘটনার খবর সামনে এলে। মহাকুম্ভে তীর্থ করতে গিয়ে বাড়ি ফেরা হল না এক মহিলার ! পথ দুর্ঘটনার প্রাণ হারালেন তিনি। মৃতার নাম শান্তি মণ্ডল (৪৭)। বাড়ি উত্তর দিনাজপুরের সূর্যাপুরের বালুরবাঁধ গ্রামে।
গত ১ ফেব্রুয়ারি ওই মহিলা তাঁর মেয়ের বাড়ি করণদিঘির টুঙ্গিদিঘিতে যান। সেখানে ২৫ জনের একটি দল একটি পিকআপ ভ্যান ভাড়া নিয়ে ৩ ফেব্রুয়ারি মহাকুম্ভের উদ্দেশে রওনা হন। তীর্থ শেষে বাড়ি ফেরার পথে গত ৯ ফেব্রুয়ারি ভোররাতে বিহারের গোপালগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি।
দুর্ঘটনায় আহত শান্তি দেবীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের মেয়ে লক্ষ্মী রায় ও তাঁর পরিবারও ছিলেন সেই গাড়িতে। তাঁরাও আহত হন। লক্ষ্মী জানান, ট্রেনের টিকিট না পাওয়ায় তাঁরা একটি পিকআপ ভ্যান ভাড়া করে মহাকুম্ভে যান। তীর্থ করে ফেরার সময় দুর্ঘটনা ঘটে।
শঙ্কর রায় নামে আরেক পুণ্যার্থী বলেন, "ভোরের দিকে ঘুমাচ্ছিলাম। সেই সময় আমাদের পিকআপ গাড়িটি একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারে। এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শান্তিদেবীর মৃত্যু হয়। বাকিরা রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।"
মহাকুম্ভে যাওয়ার জন্য ভারতে প্রবেশ, গ্রেফতার !
এদিকে হাবড়া পুলিশের জালে বাংলাদেশের নাগরিক। হাবড়া স্টেশন মোড়ে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মহাকুম্ভে যাওয়ার জন্য ভারতে প্রবেশ করেন পাসপোর্ট ভিসায়। বাংলাদেশি পাসপোর্ট থাকলেও, এখানে এসে ভারতীয় আধার কার্ড সহ একাধিক নাগরিকত্ব কার্ড তৈরি করে নেন। ভুল তথ্য ও ভুয়ো ডকুমেন্ট দিয়ে ভারতীয় বিভিন্ন কার্ড তৈরি করা হয়েছিল। এমনকী জমিও কিনেছেন এবং পরিবারের সকলের জন্য আধার কার্ড সহ বিভিন্ন নথি তৈরি করান। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পাসপোর্ট সহ ভারতীয় আধার কার্ড এবং একাধিক নথি। এই চক্রের সঙ্গে আর যারা যুক্ত রয়েছে প্রত্যেকের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, এর আগেও একাধিকবার বাংলাদেশের ভিসায় ভারতের প্রবেশ করেন ধৃত ব্যক্তি। ধৃতের নাম ধীরেন হালদার। বাড়ি বাংলাদেশের যশোর জেলার বেনাপোল পাটবাড়ি এলাকায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
