Malaria In Purulia: পুরুলিয়ায় বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, উদ্বেগে স্বাস্থ্য দফতর
Purulia News: পুরুলিয়ায় বাড়ছে ম্যালেরিয়া রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত সরকারিভাবে ১৬৬ জন ওই জেলায় ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বলরামরপুর ব্লকে।
সন্দীপ সমাদ্দার, বলরামপুর: রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গি রোগীর সংখ্যা। ইতিমধ্যে এই রোগ প্রতিরোধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। সচেতনা বৃদ্ধির নানা কর্মসূচী ছাড়াও জেলা ও ব্লক হাসপাতালগুলিতে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কোনও কোনও জেলাতে বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি পরিদর্শন করছেন স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। তাতে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তার চেষ্টা চলছে। এর মাঝেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রকোপ বৃদ্ধি হচ্ছে ম্যালেরিয়ারও (Malaria)। আর বর্ষাকালীন এই দুই রোগের জোড়া আক্রমণে কপালে চিন্তার ভাঁজ রাজ্য সরকারের।
পুরুলিয়ায় (Purulia) এখনও পর্যন্ত মশাবাহিত ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। যা উদ্বেগ বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দফতরের। চিন্তার পড়ে গেছেন আধিকারিকরাও। আর তাই ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধির খবর পেয়েই শনিবার পুরুলিয়ার বলরামপুর ব্লকের বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশোক বিশ্বাস।
বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে শিশু থেকে বৃদ্ধ প্রায় ৫০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। ওই স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ম্যালেরিয়ায় আক্রান্তদের সঙ্গে কথা বলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বর্তমানে কারও ম্যালেরিয়ায় আক্রান্তের লক্ষণ ধরা পড়লেই প্রাথমিক চিকিৎসা করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার ব্যবস্থা করছেন পুরুলিয়া জেলা স্বাস্থ্য দফতরের ওই দল।
আরও পড়ুন: Kalna News: হেফাজতেই চাইল না পুলিশ, কালনায় গুন্ডামির পরও জামিন তৃণমূল নেতার !
এপ্রসঙ্গে বলরামপুর ব্লকের ম্যালেরিয়ায় আক্রান্তরা বলেন, "প্রথমে জ্বর অনুভব হচ্ছে। রক্ত পরীক্ষা করার পর রিপোর্টে ম্যালেরিয়া ধরা পড়ছে।" যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশোক বিশ্বাস বলেন, "গত বছরের তুলনায় এবছর জেলায় বেড়েছে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বলরামপুর ব্লকে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গ্রামে গ্রামে অস্থায়ী শিবির করা হচ্ছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।