West Bengal Live Updates: আর জি করকাণ্ডের এক বছরে আজ ফের রাত দখলের ডাক, অবস্থান কর্মসূচী, মশাল মিছিল
West Bengal Live Update News: আর জি করকাণ্ডের এক বছরে আজ ফের রাত দখলের ডাক। "প্রতিবাদের অধিকার মৌলিক অধিকার", নবান্ন অভিযান মামলায় বলল কলকাতা হাইকোর্ট
LIVE

Background
কলকাতা: SIR-এর বিরোধিতায় সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'রাজ্যে গরিবের নাম সবার আগে বাদ যাবে। ১১ অগাস্ট জাতীয় নির্বাচন কমিশনে যাবে বিরোধীরা। কীভাবে ভোট চুরি, কাল তুলে ধরেছেন রাহুল গান্ধী'
'কর্ণাটকের উদাহরণ তুলে ধরেছেন রাহুল গান্ধী। বিজেপি অনেক আসনে খুব কম মার্জিনে জিতেছে। SIR নিয়ে সংসদে আলোচনা চায় না মোদি সরকার। বাংলায় সব নির্বাচনে হেরেছে বিজেপি। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে', বাংলায় SIR হবে না, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর, পাল্টা চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। 'হয় সই করে অভিযোগ জানান, নয়তো গোটা দেশের কাছে ক্ষমা চান', ভোট-চুরির অভিযোগে রাহুল গান্ধীকে কড়া চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের
। যদি রাহুল গান্ধী মনে করেন তাঁর অভিযোগ সঠিক, তাহলে লিখিতভাবে জানান। 'দাবি সঠিক বলে মনে করলে অভিযোগপত্রে সই করতে আপত্তি থাকা উচিত নয়। কিন্তু যদি সই করা অভিযোগপত্র দিতে না চান, তাহলে অন্য কিছু বুঝতে হবে। বুঝতে হবে নিজের বিশ্লেষণ এবং দাবিতে নিজেই বিশ্বাসী নন রাহুল গান্ধী। এটা না করলে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে। হয় সই করা অভিযোগ জানান, নয়তো অবাস্তব অভিযোগের জন্য ক্ষমা চান', ভোট চুরির অভিযোগ তোলায় রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। 'ভোটারদের নাম বাদ কিংবা যুক্ত করার দাবি জানায়নি কোনও দল। কোনও রাজনৈতিক দল কোনও আপত্তি জানায়নি, কোনও দাবিও করেনি। ৭দিনের মধ্যে কেউ নাম ঢোকানো বা বাদ দেওয়ার দাবি জানায়নি। নিয়ম অনুযায়ী ৭দিন পরে সিদ্ধান্ত নিয়েছেন ERO, AERO-রা', রাহুল গান্ধীর অভিযোগ উড়িয়ে পাল্টা জানিয়ে দিল নির্বাচন কমিশন।
SIR নিয়ে আজও সংসদে তুলকালাম। হই-হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত মুলতুবি রাজ্যসভা। লোকসভায় বিরোধী সাংসদদের হইচই, অধিবেশন বারবার মুলতুবি। SIR ইস্যুতে আজও সংসদ চত্বরে একজোটে প্রতিবাদ
সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের। অভিষেকের নেতৃত্বে সংসদ চত্বরে বিক্ষোভ। সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধী INDIA জোটের বিক্ষোভে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন সহ অনেকে। 'SIR নিয়ে ভিন্নমত থাকতেই পারে। স্বচ্ছ-অবাধ নির্বাচনের জন্য এটা কমিশনের রুটিন পদক্ষেপ', বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কে মন্তব্য রাজ্যপালের। 'আলোচনা করে সহমতে আসতে হবে, যাতে সবাই ভোট দিতে পারে', বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কে মন্তব্য রাজ্যপালের।
RG Kar Rat Dokhol: প্রতিরাতে যেন মেয়ের চিৎকার শুনি, ঘুমোতে পারি না : অভয়ার মা
অভয়ার মায়ের কান্না ভেজা গলায় বারে বারে মেয়ের স্মৃতি। বললেন, 'কোভিডকালে.. আমার মেয়ে তখন অনেকটা ছোট। সেই সময়ে দেখেছি অনেক বয়স্ক মানুষ আমাদর মেয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। বলেছেন, 'দিদি আপনি ছিলেন বলেই প্রাণ ফিরে পেলাম। আপনি ভগবান।' আমরা তো বিশ্বাস করি হাসপাতালে ভগবান থাকেন। তাহলে সেই জায়গায় কেন খুন হতে হলে আমার মেয়েকে? আমার মেয়ে টাকাপয়সা চায়নি। চেয়েছিল নামের পাশে অনেক ডিগ্রি থাকুক। যেন মানুষের সেবা করতে পারে ও। আমার মেয়ে তো ডিউটি শেষে বাড়ি ফিরতে চেয়েছিল। মা বাবার কাছে ফিরতে চেয়েছিল। আমার মেয়েকে ফিরতে দেওয়া হল না। প্রতিরাতে যেন মেয়ের চিৎকার শুনি, ঘুমোতে পারি না। কিন্তু আমি যদি ঘুমোতে না পারি, তাহলে যারা দোষী, আমি তাদের কাউকে ঘুমোতে দেব না। আমি পয়সা নিয়ে সেটিং করিনি। ভোটে দাঁড়ানোর জন্য লড়াই করছি না। আমি আমার মেয়ের বিচারের জন্য লড়ছি। আমরা প্রভাবশালী নই বলে কি আমার মেয়েটা বিচার পাবে না?'
RG Kar News: 'প্রিন্সিপাল এক ছাত্রীকে হত্য়া করার জন্য় মদত দিচ্ছেন', মন্তব্য অভয়ার বাবার
পশ্চিমবঙ্গ ডুবতে বসেছে :অভয়ার বাবা
প্রিন্সিপাল এক ছাত্রীকে হত্য়া করার জন্য় মদত দিচ্ছেন
CBI-র ডিরেক্টর বলেন কাউকে এত সময় দিই না
কোনও প্রশ্নের উত্তর CBI দিচ্ছে না।
CBI-র ডিরেক্টর বলছে মামলা ছেড়ে দেব
পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস
CBI বিক্রি হয়নি এর গ্য়ারান্টি দিতে পারব না
কাল নবান্ন অভিযান করছি
মুখ্য়মন্ত্রী সাধারণ মানুষের উপর অত্য়াচার চালান






















