Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীকে শোকজ শিশু অধিকার সুরক্ষা কমিশনের
Suvendu Adhikari: এদিন শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে জানানো হয়েছে, রাজনৈতিক কারণে শিশুকে ব্যবহার সমর্থন যোগ্য নয়। এই শোকজের উত্তর না পেলে ফের নোটিশের হুঁশিয়ারি কমিশনের।
কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) শোকজ শিশু অধিকার সুরক্ষা কমিশনের (West Bengal Commission for Protection of Child Rights)। শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty) বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছেলেকে নিয়ে অসংবেদনশীল ট্যুইট করেন শুভেন্দু। অত্যন্ত নিন্দনীয় কাজ করেছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে অনেকগুলি আইনও লঙ্ঘন করেছেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারীকে শোকজ : শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে জানানো হয়েছে, রাজনৈতিক কারণে শিশুকে ব্যবহার সমর্থন যোগ্য নয়। এই শোকজের উত্তর না পেলে ফের নোটিশের হুঁশিয়ারি কমিশনের। এদিন অনন্যা চক্রবর্তী বলেন, “শিশুকে রাজনৈতিক কারণে ব্যবহার করা সমর্থন করি না। শোকজ নোটিসের উত্তর না দিলে আবার নোটিস দেওয়া হবে।’’ কুরুচিকর ট্যুইট ডিলিট করতে হবে, এবং শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে।’’ বললেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী।
ঘটনার সূত্রপাত গত রবিবার। একটি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি লেখেন, ছেলের জন্মদিনের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাহারা দেওয়ার জন্য ৫০০ পুলিশকর্মী, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। দরজায় মেটাল ডিটেক্টরও বসানো হয়েছে। এই টুইটের প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার বিরুদ্ধে, শিশু অধিকার সুরক্ষা কমিশনে অভিযোগ জানান শিল্পী রায় নামে একজন। তৃণমূলের তরফেও দাবি করা হয়, তাজবেঙ্গলে ডায়মন্ড হারবার এফসি-র অনুষ্ঠান ছিল। এদিন সাংবাদিক বৈঠকে অনন্যা চক্রবর্তী বলেন, "৩ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, ট্যুইট ডিলিট করতে হবে। ক্ষমা না চাইছেন কি না দেখব, নাহলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা শোকজ ইস্যু করেছি, অংসবেদনশীল ট্যুইট করেছেন, যখন এই ঘটনার সঙ্গে জড়িত নয়, তিন বছরের শিশুকে টেনে আনা হয়, তিনি নিয়ম ভঙ্গ করেছেন।''
এবিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, “প্রথমে বলল আমার ছেলের জন্মদিন। আগে আমাকে অ্যাটাক করত। আমার সাথে না পেরে আমার স্ত্রীকে অ্যাটাক করল। আমার স্ত্রীর সাথে না পেরে আমার শ্যালিকা। এখন আমার ৩ বছরের ছোট্ট বাচ্চা। তাকেও ছাড়ছে না। এতটাই নির্লজ্জ বেহায়া।’’
আরও পড়ুন: Dilip Ghosh: জেলাশাসককে তুই-তোকারি, ফের বেলাগাম দিলীপ ঘোষ