Suvendu Adhikari on DA Hike: পুজোর মুখে কেন্দ্র DA বাড়াতেই রাজ্যকে নিশানা শুভেন্দুর
DA Hike: ডিএ ফারাকের প্রসঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা।
কলকাতা: কেন্দ্রীয় সরকার ডিএ (DA Hike) বাড়াতেই রাজ্যকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্য ও কেন্দ্রের ডিএ ফারাক নিয়ে তোপ শুভেন্দুর।
ডিএ ফারাকের (DA Difference) প্রসঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা। তিনি লিখেছেন, '৪ শতাংশ বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাবেন ৪৬ শতাংশ। দুর্ভাগ্যবশত কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ-র ফারাক বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকার ডিএ দিচ্ছে ৬ শতাংশ, মোদি সরকার দিচ্ছে ৪৬ শতাংশ।'
The Union Cabinet has cleared a 4 per cent Dearness Allowance (DA) & Dearness Relief (DR) hike for Central Govt Employees & Pensioners. They would now receive DA at an increased rate of 46 % from the existing 42 %.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 18, 2023
Unfortunately the Gap between the rate of DA received by the… pic.twitter.com/FwC1p62ww6
পুজোর আগে DA বৃদ্ধি কেন্দ্রের:
দীপাবলির (Diwali 2023) আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের (Pension) বড় উপহার দিয়েছে মোদি সরকার (Modi Govt)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance Hike) বৃদ্ধিতে অনুমোদন দেওয়া হয়েছে। মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশে পৌঁছে গেল। ১৮ অক্টোবর বুধবার এই বিষয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধি অনুমোদন করা হয়েছে। মহার্ঘ ভাতা বৃদ্ধির সাথে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অক্টোবর মাসের বেতন দেওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের বকেয়াও কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অক্টোবর মাসের বেতনের সাথে দেওয়া হতে পারে।
[yt]
তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'বামফ্রন্টের আমলে যে জায়গায় ডিএ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও সেই জায়গা থেকে ডিএ অনেকটা বাড়িয়েছেন। সামনে পাঁচ রাজ্যে নির্বাচন। বিজেপি খুব ভাল মতো জানে এই নির্বাচনে তাদের ভরাডুবি হবেই। তাই এটা রাজনৈতিক চটকদারি ছাড়া আর কিছুই নয়।' কেন্দ্র রাজ্যের বকেয়া আটকে রেখেছে, তা সত্ত্বেও কাজ করছে এই সরকার, দাবি শান্তনু সেনের।
আরও পড়ুন: সন্ধে ৬টার মধ্যে CBI-এর মুখোমুখি!OMR মামলায় কাকে নির্দেশ হাইকোর্টের