Loksabha Election: পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু, রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধিদল
West Bengal News: এবারের পঞ্চায়েত ভোটে বোমা উদ্ধার, গুলি, মৃত্যু, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছুই খতিয়ে দেখবে জাতীয় নির্বাচন কমিশন।
রুমা পাল, কলকাতা: পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) শেষ হতে না হতেই লোকসভা ভোটের (Loksabha Election) প্রস্তুতি শুরু। খুব তাড়াতাড়ি রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। নেতৃত্বে বাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ ব্যাস।
এবারের পঞ্চায়েত ভোটে বোমা উদ্ধার, গুলি, মৃত্যু, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছুই খতিয়ে দেখবে জাতীয় নির্বাচন কমিশন। অগাস্টের শেষে কমিশনের ফুল বেঞ্চের আসার সম্ভাবনা রয়েছে। আগাম প্রস্তুতি শুরু করেছে রাজ্যও। ২২ জুলাই সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং শুরু হবে অগাস্টের প্রথম সপ্তাহে।
আজ থেকেই জেলায় জেলায় ভোটার তালিকা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হচ্ছে। প্রথমে উত্তরবঙ্গে যাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এরপর ধাপে ধাপে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলির ভোটার তালিকার কাজ নিয়ে বৈঠক করবেন তিনি। ডিসেম্বর মাস থেকেই এই তথ্য নির্বাচন কমিশনার অফিসে যাবে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন, বাঁক কাঁধে তারকেশ্বরে পুজো দিতে কেন যান ভক্তরা? কোনও বিশেষ নিয়ম আছে?
খামতি না থাকলে এত রক্তক্ষয় হত না। এবার রাজীব সিনহার সমালোচনায় সরব হলেন, শুভেন্দুর মামলায় রাজ্য নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করা আইনজীবীই। পুলিশের ভূমিকা নিয়েও সরব হন অবসরপ্রাপ্ত বিচারপতি।
প্রসঙ্গত, তড়িঘড়ি মাত্র এক দফায় পঞ্চায়েত ভোটের ঘোষণা থেকে শুরু করে দিকে দিকে মনোনয়নে বিরোধীদের বাধাপ্রাপ্ত হওয়া কিংবা কেন্দ্রীয় বাহিনীর আসা বন্ধ করতে আদালতে আদালতে ঘোরা আর সবশেষে পঞ্চায়েত ভোটে মৃত্যুমিছিল। এসবের জেরে বার বার প্রশ্নের মুখে পড়েছে, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার ভূমিকা। জল গড়িয়েছে আদালত পর্যন্ত।
পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকে এখনও অবধি বারবার একটাই অভিযোগ উঠৈছে, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছে রাজ্য পুলিশ। তৃণমূলের হয়ে বিরোধীদের হেনস্থা করছে তারা। পুলিশের ভূমিকা নিয়েও সরব হন অবসরপ্রাপ্ত বিচারপতি।
সাধারণ ভোটার থেকে আইনজ্ঞ, সবার একটাই প্রার্থনা, ভোটের নামে বন্ধ হোক হানাহানি, থামুক রক্তপাত। কিন্তু মূল প্রশ্ন হল যারা বছরের পর বছর এই প্রাণহানির নেপথ্যে রয়েছে তারা কি কোনওদিন নির্বাচনকে গণতন্ত্রের প্রকৃত উৎসবে পরিণত হতে দেবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন