Sukanta Majumdar : 'যথারীতি থাপ্পড় খেয়ে ২ গাল লাল করে ফিরে এসেছে', 'সুপ্রিম'-রায়ে রাজ্যকে খোঁচা সুকান্তর
West Bengal Panchayat Poll 2023 : পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী-মামলায় সুপ্রিম কোর্টে ( Supreme Court ) জোর ধাক্কা রাজ্যের...
কলকাতা : গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট করাতে হবে। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছে কমিশন ও রাজ্য। ধোপে টেকেনি কমিশন-রাজ্যের মরিয়া চেষ্টা। আর্জিই খারিজ হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এনিয়ে এবার রাজ্যকে খোঁচা দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। 'যথারীতি দুই গালে থাপ্পড় খেয়ে, দুই গাল লাল করে নিয়ে ফিরে এসেছে।' মন্তব্য সুকান্তর।
পঞ্চায়েতে ( West Bengal Panchayat Poll 2023 ) কেন্দ্রীয় বাহিনী-মামলায় সুপ্রিম কোর্টে ( Supreme Court ) জোর ধাক্কা রাজ্যের। পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ১৫ জুনের সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী-বিরোধিতার আবেদন। পঞ্চায়েত ভোটে সর্বত্র মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 'স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সেই নির্দেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশে হস্তক্ষেপ করতে আমরা আগ্রহী নই। তাই কমিশন ও রাজ্যের স্পেশাল লিভ পিটিশন খারিজ করা হল।' রাজ্যের আবেদন খারিজ করে জানায় সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্ন ও বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ।
এই রায় সামনে আসার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিরোধীরা। রাজ্যের শাসকদলকে খোঁচা দিয়ে সুকান্ত বলেন, "এক-দুদিন আগে যখন রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে তারা সুপ্রিম কোর্টে যাবে, তখনই আমি বলেছিলাম। আমি তখনই বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় এক গালে হাইকোর্ট থেকে থাপ্পড় খেয়েছেন, আর এক গালে থাপ্পড় সুপ্রিম কোর্ট থেকে খাবেন। যথারীতি দুই গালে থাপ্পড় খেয়ে দুই গাল লাল করে নিয়ে ফিরে এসেছে। এর আগেও আমরা দেখেছি, হাইকোর্টের রায় আসার পর রাজ্য নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিহেলনে, হাইকোর্টের রায়কে লাগু করে, এবারও চেষ্টা করবে কেন্দ্রীয়বাহিনীকে নিয়ে এসে থানায় বসিয়ে রাখার। জিলাপি খাওয়ানো, লুড়ো খেলানো। এর আগে দেখেছিলাম, মীরা পাণ্ডে যখন জোর করে কেন্দ্রীয়বাহিনী এনেছিলেন, সেই সময়ে সেন্ট্রাল ফোর্সকে তারাপীঠ দর্শনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই ধরনের চেষ্টা চলবে। এবারও জানি আমরা।"
আরও পড়ুন ; নির্বাচন করানো মানে হিংসার লাইসেন্স দেওয়া নয়, পঞ্চায়েতে বাহিনী-মামলায় মন্তব্য শীর্ষ আদালতের