Partha Chatterjee Arrested: একসঙ্গে জমিও কেনেন পার্থ-অর্পিতা! তদন্তকারীদের হাতে দলিল! আদালতে দাবি ইডি-র
Arpita Mukherjee: ইডি-র তরফে সোমবার আদালতে এই চাঞ্চল্যকর দাবি করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু।
কলকাতা: মন্ত্রীর বাড়িতে অভিনেত্রীর নাম লেখা চিরকূট। তার পর বস্তাভর্তি টাকা, গয়না উদ্ধার। গত কয়েক দিন ধরে এই নিয়ে উত্তাল গোটা রাজ্য়। তার মধ্য়েই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) নিয়ে চাঞ্চল্যকর দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। পার্থ এবং অর্পিতা যৌথ ভাবে একটি জমি কিনেছিলেন বলে দাবি তদন্তকারীদের।
পার্থ-অর্পিতার যৌথ সম্পত্তি রয়েছে বলে দাবি ইডি-র
ইডি-র তরফে সোমবার আদালতে এই চাঞ্চল্যকর দাবি করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু। তিনি জানান, মন্ত্রীর বাড়ি থেকে অর্পিতার বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। এমনকি তল্লাশি অভিযানে ২০১২ সালের ২১ জানুয়ারির একটি দলিল মিলেছে, যা থেকে জানা গিয়েছে, তাঁরা দু’জনে মিলে একটি জমি কিনেছিলেন।
আরও পড়ুন: Partha Chatterjee Live: আজ থেকেই জিজ্ঞাসাবাদ পার্থ-অর্পিতাকে! ইডি সূত্রে খবর
শুধু তাই নয়, পার্থ এবং অর্পিতার সম্পর্ক নিয়েও আদালতে মুখ খোলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। তাঁর দাবি, পার অত্যন্ত ঘনিষ্ঠ অর্পিতা। দু’জনের মধ্যে সম্পর্ক ছিল। দু’জনে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন। দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন রয়েছে বলেও আদালতে যুক্তি দেন তিনি।
এর পাল্টা পাল্টা পার্থর আইনজীবীকে বলতে শোনা যায়, ‘‘আমি আমার জুনিয়রকে ফোন করতেই পারি। তার মানে এই নয় যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।’’
কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ এবং অর্পিতা। পার্থর বাড়ি থেকে উদ্ধার চিরকূট ধরেই তদন্তকারীরা অর্পিতার হদিশ পান বলে জানা গিয়েছে। এর পর অর্পিতার বাড়ি থেকে বস্তায় ঠেসে রাখা নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। ৭৬ লক্ষ টাকার গয়না এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাও উদ্ধার হয় বলে খবর। যদিও পার্থর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন অর্পিতা। কোনও দল করেন না বলেও জানান তিনি।