Recruitment Corruption: পার্থ, সুবীরেশ-সহ ৭ জনকে আজ ফের CBI-এর বিশেষ আদালতে পেশ
সূত্রের খবর, গত কয়েকদিনে তদন্তে নতুন কী তথ্য উঠে এসেছে, তা আদালতে জানাবে সিবিআই। পার্থ, সুবীরেশ-সহ ৭ জনেরই জামিনের বিরোধিতা করা হবে।
প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৭ জনকে আজ ফের পেশ করা হবে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে। সূত্রের খবর, গত কয়েকদিনে তদন্তে নতুন কী তথ্য উঠে এসেছে, তা আদালতে জানাবে সিবিআই। পার্থ, সুবীরেশ-সহ ৭ জনেরই জামিনের বিরোধিতা করা হবে। আগের দিন আলিপুরের সিবিআই আদালতে গ্রুপ সি মামলার শুনানি হয়নি।
বিতর্কের পর আজ অলঙ্কারহীন পার্থ চট্টোপাধ্যায়ের দেখা মিলেছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এদিন আলিপুরের সিবিআই আদালতে তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। গতবারের বিতর্কের পর আজ পার্থর হাতে ছিল না কোনও আংটি। আগের বার আদালতে পেশের সময় পার্থ চট্টোপাধ্যায়ের আংটির ছবি ধরা পড়ে। এই নিয়ে আদালতে ভর্ৎসনার মুখে পড়েন প্রেসিডেন্সি জেলের সুপার।
জেলেও পার্থ চট্টোপাধ্য়ায়ের আঙুলে আংটি! বোঝাই যাচ্ছে তিনি কতটা প্রভাবশালী। ছবি দেখিয়ে আদালতে সওয়াল করেছিল ইডির। জেলের বিধি জানতাম না, দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পার্থ ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা, ২ জনকেই ১৯ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আংটি বিতর্ক নিয়ে কুন্তল ঘোষের মন্তব্য 'তাঁর হাতে আংটি নেই, ঘামাচি আছে। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রভাবশালী মানতে নারাজ তিনি।
২৮ কোটি টাকায় কেনা সম্পত্তি খাতায় কলমে দেখানো হয়েছিল ৩ কোটি ৯০ লাখ! নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে গ্রেফতার মিডল ম্য়ান প্রসন্ন রায়ের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ তুলেছে CBI...আগামী ২৪ এপ্রিল ফের এই মামলার শুনানির কথা ছিল, সেই মতোই আজ তাঁদের আদালতে পেশ করা হয়।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে আদালতে যাতায়াতের সময় মাঝেমধ্যেই বোমা ফাটিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বার্তা দিয়েছেন দলের পাশে থাকার। কিন্তু এর আগের আলিপুরের সিবিআই আদালতে ঢোকার আগে তৃণমূলের জাতীয় দলের তকমা হারানো ও কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখই খোলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের অপসারিত মহাসচিব।
শুধুমাত্র বেহালায় নিজের কেন্দ্রের বাসিন্দাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আদালতে ঢুকে যান পার্থ। এ দিন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হা-সহ ১৪ জনকে আলিপুরের সিবিআই আদালতে তোলা হয়। সূত্রের খবর, জেলবন্দি এই ১৪ জনেরই জামিনের বিরোধিতা করবে কেন্দ্রীয় এজেন্সি। গত ১৪ দিনে পার্থ, সুবীরেশ, এসপি সিন্হা, কল্যাণময়দের বিরুদ্ধে নতুন কী তথ্য উঠে এসেছে, তা আদালতে তুলে ধরবেন সিবিআইয়ের আইনজীবী।
প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। টেটের চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না ২০২০-২২ সালে D.El.Ed প্রশিক্ষণের জন্য ভর্তি হওয়া প্রার্থীরা। নির্দেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।