Paschim Bardhaman News: রাজ্য বাজেটে বঞ্চিত আসানসোল, ক্ষোভ জিতেন্দ্র তিওয়ারির
Asansole News: রাজ্য বাজেট নিয়ে তোপ দাগল আসানসোলের বিজেপি নেতৃত্ব। আসানসোল মাস্টার প্ল্যান নিয়ে কোনওরকম অর্থ বরাদ্দ হয়নি বলে অভিযোগ আসানসোলের প্রাক্তন মেয়র এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির।
কৌশিক গাঁতাইত, আসানসোল: রাজ্য বাজেট নিয়ে তোপ দাগল আসানসোলের বিজেপি নেতৃত্ব। রাজ্য বাজেটের কোথাও আসানসোল মাস্টার প্ল্যান নিয়ে কোনওরকম অর্থ বরাদ্দ হয়নি বলে অভিযোগ, আসানসোলের প্রাক্তন মেয়র এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। কেন টাকা বরাদ্দ হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গাড়ুই নদীর সংস্কার নিয়েও কোনও অর্থ বরাদ্দ হয়নি বলে অভিযোগ।
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, 'আসানসোলের বর্তমান মেয়রের সদিচ্ছা থাকলেও গাড়ুই নদীর সংস্কার করা সম্ভব হবে না। কারণ আসানসোল পুরসভার ওই আর্থিক ক্ষমতা নেই।'
স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধেও তোপ দেগেছেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁর দাবি, চেয়ার বাঁচানোর জন্য তৃণমূল নেতারা চুপ করে থাকছেন। জিতেন্দ্র বলেন, রাজ্যের এই সরকার কেন্দ্রের টাকাও নিতে দেবে না। আবার আসানসোলকে নিজেরাও টাকা দেবে না।' রাজ্য সরকারের কাজে স্বাভাবিকভাবেই আসানসোল বঞ্চিত হচ্ছে বলে তাঁর দাবি। যদিও কোনও অভিযোগই মানতে চায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জিতেন্দ্রর দাবিকে গুরুত্ব না দিয়ে রাজ্য বাজেটকে স্বাগত জানিয়েছেন আসানসোলের বর্তমান মেয়র তৃণমূলের বিধান উপাধ্যায়। তাঁর দাবি, সময়মতো সবদিক ভেবেই গাড়ুই নদীর সংস্কার হবে।
বিধান উপাধ্যায় আরও বলেন, 'সেচ দফতর ইতিমধ্যেই এই নদীর সংস্কারের জন্য কাজ শুরু করেছে। আপাতত চারটি প্রকল্প রাজ্য সেচ দফতরের কাছে পাঠিয়েছে।' মেয়রের দাবি, দুই-একদিনের মধ্যেই সেগুলো অনুমোদন পেয়ে যাবে। জিতেন্দ্র তিওয়ারির নাম না করলেও তাঁর কটাক্ষ এই সমস্ত কাজের কথা কেউ জানেন না ।
এদিকে গাড়ুই নদীর সংস্কারের কাজে গতি আনতে কাজ চলছে। দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে আসানসোল পুরসভায় । শুক্রবার সকাল থেকে নদীর গতি প্রবাহ পর্যবেক্ষণের কাজ শুরু হয়েছে। আসানসোল শহরে নদীর প্রবেশ মুখ থেকে ডামরা পর্যন্ত গতি প্রবাহ পর্যবেক্ষণ করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: মাথায় বন্দুক ঠেকিয়ে সব লুঠ, বেলেঘাটা-কাণ্ডে ডাকাতদলের সর্দার স্বামীই! পর্দাফাঁস করল পুলিশ