Paschim Bardhaman: পাণ্ডবেশ্বরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত মহিলা, বিক্ষোভ স্থানীয়দের
বীরভূম থেকে আসানসোল যাওয়ার পথে কয়লা বোঝাই ডাম্পারকে রাস্তা ছাড়তে গিয়ে গর্তের মধ্যে পড়ে যায় বাইক। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই মহিলা। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
![Paschim Bardhaman: পাণ্ডবেশ্বরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত মহিলা, বিক্ষোভ স্থানীয়দের Paschim Bardhaman News: woman heavily injured in bike accident Paschim Bardhaman: পাণ্ডবেশ্বরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত মহিলা, বিক্ষোভ স্থানীয়দের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/a691204bf38f029dde637c4004fca12b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পাণ্ডবেশ্বরে (Pandabeswar) পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা। বীরভূম থেকে আসানসোল যাওয়ার পথে কয়লা বোঝাই ডাম্পারকে রাস্তা ছাড়তে গিয়ে গর্তের মধ্যে পড়ে যায় বাইক। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই মহিলা। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ স্বামীর সঙ্গে বাইকে করে বীরভূম থেকে আসানসোলের দিকে যাচ্ছিলেন সুন্দরী রুইদাস নামে এক মহিলা। ৬০ নম্বর জাতীয় সড়কের খোট্টাডিহি মোড়ের কাছে উল্টোদিক থেকে ইসিএলের কয়লা বোঝাই একটি ডাম্পার আসছিল। কয়লা বোঝাই ওই ডাম্পারকে রাস্তা ছাড়তে গিয়ে বাইকটি পাশের গর্তের মধ্যে পড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই মহিলা। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ইসিএলের পরিবহণ আটকে দীর্ঘক্ষণ সেখানে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
আরও পড়ুন - ভাঙাচোরা রাস্তায় পাথর বোঝাই ডাম্পার উল্টে পাণ্ডবেশ্বর স্টেশন রোডে যানজট
জানা যাচ্ছে, কয়েকদিন আগেই বিয়ে বাড়ি থেকে ফেরার পথে একই জায়গায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল একই পরিবারের চারজনের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই ওই অঞ্চলে দুর্ঘটনার ঘটনা লেগেই রয়েছে। ইসিএলের কয়লা বোঝাই ডাম্পার চলাচলের কারণে সেখানকার রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। রাস্তা ভেঙে বড় বড় গর্ত তৈরি হচ্ছে। আর এর ফলেই এলাকায় দুর্ঘটনা বাড়ছে। এদিনও তেমনই হয়। ৬০ নম্বর জাতীয় সড়কের কাছে খোট্টাডিহি মোড়ে তেমনই কয়লা বোঝাই ডাম্পারকে রাস্তা ছেড়ে দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইক আরোহী এবং তাঁর সঙ্গী। পথ দুর্ঘটনায় আহত মহিলা সুন্দরী রুইদাসের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। জানা যাচ্ছে, দুর্ঘটনার পর আধ ঘণ্টা ইলিএলের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আধঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। নিত্যদিন দুর্ঘটনার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)