Paschim Medinipur: ট্রাক্টরের যন্ত্রাংশ চুরির অভিযোগ, গড়বেতায় ৪ বালককে লাঠি দিয়ে মার, গ্রেফতার অভিযুক্ত
Paschim Medinipur News : পশ্চিম মেদিনীপুরে ট্রাক্টরের যন্ত্রাংশ চুরির অভিযোগে ৪ বালককে লাঠি দিয়ে বেধড়ক মারধর এক ব্যক্তির। গড়বেতা থানায় অভিযোগ দায়ের পরিবারের। গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি।
![Paschim Medinipur: ট্রাক্টরের যন্ত্রাংশ চুরির অভিযোগ, গড়বেতায় ৪ বালককে লাঠি দিয়ে মার, গ্রেফতার অভিযুক্ত Paschim Medinipur: 4 boys beaten by a man in charge of theft, the accused arrested Paschim Medinipur: ট্রাক্টরের যন্ত্রাংশ চুরির অভিযোগ, গড়বেতায় ৪ বালককে লাঠি দিয়ে মার, গ্রেফতার অভিযুক্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/28/14a6d9331cb563c35ddd79de8511c416_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সোমনাথ দাস, গড়বেতা: পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ট্রাক্টরের যন্ত্রাংশ চুরির অভিযোগে চার বালককে লাঠি দিয়ে বেধড়ক মারধর এক ব্যক্তির। গড়বেতা থানায় অভিযোগ দায়ের পরিবারের। এই ঘটনায় অভিযুক্ত রবিয়াল খানকে গ্রেফতার করেছে পুলিশ।
চারজন বালকের হাত-পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এরপর মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধর। এমনই নির্মমতার ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার জবা গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত বালকরা রবিয়াল খান নামে এক ব্যক্তির ট্রাক্টর থেকে যন্ত্রাংশ চুরি করে বলে অভিযোগ। এরপরই তাদের হাত পা, বেঁধে বেধড়ক মারধর করা হয়। আক্রান্তদের গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
আক্রান্ত বালকদের পরিবারের দাবি, ‘দোষ করে থাকলে অভিভাবকদের জানাতে পারত। এভাবে নির্মমভাবে মারধর করবে কেন? অভিযুক্তের কঠোর শাস্তি চাই।’
পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রবিয়াল খানকে গ্রেফতার করেছে গড়বেতা থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যে শিশুদের এভাবে মারধর করা হয়েছে, তারা আদৌ চুরি করেছিল না অন্য কোনও কারণে তাদের মারা হয়েছে, সেটা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরের মেচেদায় মিষ্টির দোকানের সামনে ফুটন্ত জলের কড়াইতে পড়ে গিয়ে গুরুতর জখম হয় পাঁচ বছরের শিশুকন্যা। চারদিন লড়াই চালিয়ে তার মৃত্যু হয় এসএসকেএমে। প্রতিবাদে মেচেদার ওই মিষ্টির দোকানে ভাঙচুর চালায় শিশুটির পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে খবর, গত ৩১ ডিসেম্বর চিলড্রেন্স পার্কের সামনে খেলছিল কয়েকটি শিশু। অভিযোগ, খেলতে খেলতে পাশেই মিষ্টি দোকানের সামনে রাখা ফুটন্ত জলের কড়াইতে পড়ে যায় শিশুটি। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে তমলুক জেলা হাসপাতাল এবং পরে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় শিশুটির। এরপর মেচেদায় ওই মিষ্টির দোকানে ভাঙচুর হয়। থানায় কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)