Tortoise: লোকালয়ে ঢুকে পড়ল বিশালাকার কচ্ছপ, বনদফতরের সহায়তায় উদ্ধার
প্রায় সাত কিলো ওজনের কচ্ছপটি অত্যন্ত সাবধানতার সঙ্গে উদ্ধার করেছেন বনদফতরের কর্মীরা। এই কচ্ছপটিকে বলা হয় Soft Skin Tortoise।
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: প্রবল বৃষ্টির জেরে বানভাসি হয়েছে রাজ্যের একাধিক এলাকা। নদী ও নদীর পাড় ভেসে একাকার। এর মধ্যেই লোকালয়ে হাজির এক বিশালাকার কচ্ছপ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পৌরসভার অন্তর্গত সিলভার জুবলি স্কুলের ময়দান সংলগ্ন এলাকায় স্থানীয় লোকেরা একটি বড় কচ্ছপ দেখতে পেয়ে হিজলি বনদফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা পৌঁছে ওই কচ্ছপটি স্থানীয় লোকদের থেকে উদ্ধার করে।
জানা গিয়েছে, প্রায় সাত কিলো ওজনের কচ্ছপটি অত্যন্ত সাবধানতার সঙ্গে উদ্ধার করেছেন বনদফতরের কর্মীরা। এই কচ্ছপটিকে বলা হয় Soft Skin Tortoise। কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায় হিজলি বনদফতরের কর্মীরা। অত্যাধিক বৃষ্টির কারণেই নদী হয়ে এলাকায় ঢুকে পড়েছিল এই কচ্ছপটি, এমনটাই অনুমান করছে বন দফতরের তরফ থেকে।
বৃষ্টির মধ্যেই খাস শহর কলকাতার রাস্তায় দেখা মিলেছিল কচ্ছপের। চারুমার্কেট থানা এলাকার ইন্দ্রানী পার্ক এলাকার রাস্তায় এই বড়সড় কচ্ছপটিকে ঘোরাফেরা করতে দেখে কিছুটা অবাকই হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। কচ্ছপটিকে উদ্ধার করা হয়। পরে ওজন যন্ত্রে তুলে দেখা যায়, কচ্ছপটির ওজন ১২ কেজি ৬০০।
যদিও সেই কচ্ছপটি কোন প্রজাতির তা খতিয়ে দেখছে বন দফতর। আর শহরের রাস্তায় কচ্ছপটি কোথা থেকে এল, সেই প্রশ্নও উঠেছে। বন দফতরের অনুমান, ইন্দ্রানী পার্কে একটি বড় পুকুর রয়েছে। এই পুকুরেই কচ্ছপটি হয়ত থাকত। বর্ষায় সেটি রাস্তায় উঠে এসেছে।
প্রবল বৃষ্টিতে শহরে দুর্ভোগের ছবিও সামনে এসেছে।খালের জল উঠে এসেছে এলাকায়। বরানগরে বাড়ির সামনের পিচের রাস্তায় জালে পড়ছে মাছ। তবে, এই সুখের সঙ্গে স্পষ্ট জল যন্ত্রণার ছবি। জালে উঠছে জ্যান্ত মাছ! লাফালাফি করছে পুঁটি, মৌরলা। শহুরে জীবনে এই দৃশ্য বিরল!
সম্প্রতি হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ খেজুরি গ্রাম থেকে উদ্ধার করেছিল বনদফতর। টানা বৃষ্টিতে জলমগ্ন শহর, গ্রামও। খেজুরির বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন ছিল। সেখানেই দেখা মেলে বিরল প্রজাতির ওই কচ্ছপের।