Paschim Medinipur News: কয়েক মিনিটের ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড দাঁতনের বিস্তীর্ণ এলাকা, বোরো চাষের ব্যাপক ক্ষতি; উড়ল ২০টির বেশি বাড়ির চালা !
Datan News: শিলা বষ্টির জেরে চাষের জমির উপর পড়ে যায় শিলার স্তর। এই পরিস্থিতিতে চাষের জমির ধান ঘরে তুলতে পারবেন না জেনে কৃষকদের মাথায় দুশ্চিন্তার মেঘ জমা হয়েছে।

অমিত জানা, দাঁতন : কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড এলাকা। শুক্রবার সন্ধেয় আচমকাই ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়। আর তাতেই কয়েকশো বিঘা জমির বোরো চাষের ব্যাপক ক্ষতি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ ও ২ নম্বর ব্লকে। দুর্যোগের জেরে এলাকায় একাধিক গাছও ভেঙে পড়ে। পাশাপাশি ২০টিরও বেশি বাড়ির চালা উড়ে যায়। একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গতকাল সন্ধে নামার আগে শুরু হয় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি। এর প্রভাবে একাধিক গ্রামে চাষের জমির ক্ষতি হয়। ক্ষতি হয় দাঁতন থানার আঙ্গুয়া ৫ নং অঞ্চলের পলাশিয়া-সহ একাধিক গ্রামে। জেনকাকাপুর ২ নং অঞ্চলের বামনদা, কড়িয়া, কুলিদা, মুলিদা-সহ একাধিক গ্রামে চলে তাণ্ডব। কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় একাধিক বাড়ি, পানের বরজ, চাষের জমি। শিলা বষ্টির জেরে চাষের জমির উপর পড়ে যায় শিলার স্তর। এই পরিস্থিতিতে চাষের জমির ধান ঘরে তুলতে পারবেন না জেনে কৃষকদের মাথায় দুশ্চিন্তার মেঘ জমা হয়েছে।
হৃষিকেশ সাউ নামে স্থানীয় এক কৃষক বলেন, "হঠাৎই সাড়ে ৫টা নাগাদ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এর জেরে ঘরবাড়ির পাশাপাশি চাষের জমি ক্ষয়ক্ষতি হয়। ধার করে চাষ করেছি। সংসার চালাব কী করে তা ভেবে পাচ্ছি না। বাঁচব কিনা ঠিক নেই। বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে। পাঁচ সাতটা গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি পানের বরজের ক্ষতি হয়েছে।"
স্থানীয় পঞ্চায়েত সদস্যা শিবাণী প্রধান বেরা বলেন, "শিলাবৃষ্টি ও ঝড়ে গ্রামের পানের বরজ, ধানের খেত, ঘরবাড়ি সবকিছু ধুলিস্মাৎ করে দিয়ে গেছে। এত পরিমাণ শিলা বৃষ্টি হয় যে মাটির উপর দীর্ঘক্ষণ জমে থাকে শিলা। ধান ঘরে ঢুকবে না। চাষিদের মাথায় হাত। ৫০০ হেক্টরের বেশি ধানের ক্ষতি হয়েছে। সমস্ত বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।"
রাজ্যের আবহাওয়া
চৈত্রের বৃষ্টিতে এক ধাক্কায় নামল পারদ। দহন-জ্বালা থেকে সাময়িক স্বস্তি। আজও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা। ইডেন গার্ডেন্সে IPL-এর উদ্বোধনী ম্যাচও ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই ৭ জেলায় ঝড় ও বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
