Paschim Medinipur News: তৃণমূল থেকে পুরভোটে বিজেপি-র প্রার্থী, নেতৃত্বকেই দুষলেন সুশান্ত
Paschim Medinipur News: সুশান্ত জানিয়েছেন, তিনি বিজেপি-র হয়েই আসন্ন পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর তা নিয়েই সেখানে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে।
সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: পুরভোটের (WB Municipal Polls 2022) আগে প্রার্থী তালিকা নিয়ে টানাপোড়েন চলছেই। তার মধ্যেই তৃণমূল (TMC) নেতার নাম বিজেপি-র (BJP) প্রার্থী তালিকায় (Candidate List) থাকায় চরমে উঠল দ্বন্দ্ব। প্রার্থী তালিকায় নাম রেখেও পরে বাদ দিয়ে তৃণমূল নেতৃত্ব তাঁর সঙ্গে অন্যায় করেছেন বলে দাবি ওই নেতার। বিজেপি-র হয়েই পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে এই নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে। সোমবার গভীর রাতে বিজেপি-র তরফে সেখানে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে নাম উঠে এসেছে তৃণমূল নেতা সুশান্ত ঘোষের (Sushanta Ghosh)। তালিকায় তাঁর নাম দেখে চমকে যান বিজেপি-র নীচুতলার কর্মীরাও।
এর পর এবিপি আনন্দের তরফে সুশান্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রথমেই আমার নাম না দিতেই পারত! তা না করে, নাম রেখে পরে অজানা কারণে নাম বাতিল করা হয়েছে।” সুশান্ত জানিয়েছেন, ২০০৭ সাল থেকে তৃণমূলের সঙ্গে জড়িত তিনি। কোনও অবস্থাতেই দল ছাড়তে চাননি তিনি। কিন্তু তাঁর সঙ্গে চরম অন্যায় করা হয়েছে।
সুশান্ত তৃণমূল ছেড়ে বেরিয়ে গিয়েছেন কি না, সেই নিয়ে জোড়াফুল শিবির থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে সুশান্ত জানিয়েছেন, তিনি বিজেপি-র হয়েই আসন্ন পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর তা নিয়েই সেখানে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে।
এর আগে, কয়েক দিন আগে সেখাকার প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। ওই তালিকায় ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে নাম ছিল সুশান্তর। কিন্তু পরে যখন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং সুব্রত বক্সীর (Subrata Bakshi) স্বাক্ষর করা তালিকা প্রকাশ করা হয়, তা থেকে সুশান্তর নাম বাদ পড়ে। তাতেই তৃণমূল নেতৃত্বের উপর চটেছেন সুশান্ত।