(Source: ECI/ABP News/ABP Majha)
Pashchim Medinipore News: ফের হাতির হানা মেদিনীপুরে, গতিবিধির উপর নজরদারি শুরু বন দফতরের
Pashchim Medinipore News: স্থানীয় সূত্রে খবর, হাতির (Elephant) পালটি রাজ্য সড়ক পার করে মনিদহ হয়ে প্রথমে ঢুকে পড়ে পলাশিয়া এলাকায়। এরপর এলাকাবাসীদের তাড়া খেয়ে হাতির পালটি প্রবেশ করে চাঁদড়ার জঙ্গলে।
অলোক সাঁতরা, মেদিনীপুর: ফের হাতির হানা মেদিনীপুর (Medinipore) সদর ব্লকে। রবিবার ভোরে ঝাড়গ্রামের (Jhargram) মানিকপাড়া (Manikpara) এলাকা থেকে শাবকসহ ২০ থেকে ২৫ টি হাতির একটি পাল প্রবেশ করে মেদিনীপুর বনবিভাগের চাঁদড়া রেঞ্জ এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, হাতির (Elephant) পালটি রাজ্য সড়ক পার করে মনিদহ হয়ে প্রথমে ঢুকে পড়ে পলাশিয়া এলাকায়। এরপর এলাকাবাসীদের তাড়া খেয়ে হাতির পালটি প্রবেশ করে চাঁদড়ার জঙ্গলে। বন দফতরের তরফে জানানো হয়েছে, হাতির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। তবে জঙ্গলপথে প্রত্যেককেই সাবধানও যাতায়াত করার পরামর্শ দিচ্ছেন বনবিভাগের আধিকারিকরা। হাতির পালের আনাগোনায় নতুন করে চাষজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা স্থানীয়দের।
এর আগ চলতি মাসে বাঁকুড়ায় (Bankura News) লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় হাতির দল (Elephant Attack)। একাধিক বাড়িতে ঢুকে পড়ে তারা। আতঙ্কে মানুষজন ঘরে ঢুকে গেলেও, হাতির তাণ্ডবের শিকার হয় একাধিক বাড়ির গবাদি পশু। হাতির হামলায় একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখমও হয়েছে একাধিক পশু। এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। দিনে-রাতে, যখন তখন হাতির হামলা থেকে কোনও সময়ই নিস্তার নেই বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটে বাঁকুড়া (Elephants Enter Bankura) জেলার গঙ্গাজলঘাটি জঙ্গল লাগোয়া বেলিয়াতোড় এবং গঙ্গাজলঘাটি রেঞ্জের সীমানাবর্তী গোপীনাথপুরে। সেখানে বসতি এলাকায় ঢুকে পড়ে ১০টি হাতির একটি দল। সবকিছু তছনছ করতে করতে এগোতে থাকে তারা। একাধিক বাড়িতে গোয়ালে পর্যন্ত ঢুকে পড়ে। তাতেই লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা। দলছুট হয়েই হাতির দল গ্রামের ভিতর ঢুকে পড়ে বলে মনে করে বন দফতর। কিন্তু বার বার এ ভাবে হাতির দল লোকালয়ে ঢুকে পড়লে, নিরাপত্তার কী হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।