West Midnapore: মর্গ থেকে মৃতদেহ ছাড়তে মোটা টাকা দাবি! তুমুল অশান্তি হাসপাতালে
Pashcim Medinipur Medical College: মৃতের আত্মীয়দের অভিযোগ, মর্গ থেকে মৃতদেহ ছাড়তে মোটা টাকা দাবি করে কর্মীরা।
অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: মৃতদেহ নিয়ে তরজা। মর্গ থেকে পরিজনের বের করা নিয়ে তরজা চলল হাসপাতাল কর্মী ও মৃতের আত্মীয়দের সঙ্গে। যা শেষমেশ ঝগড়ায় পৌঁছয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে।
ঠিক কী ঘটেছে?
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে কর্মীদের সঙ্গে মৃতের আত্মীয়দের গন্ডগোল। তার জেরে হস্তক্ষেপ করতে হয় পুলিশকেও। গতকাল সন্ধের ঘটনা। মৃতের আত্মীয়দের অভিযোগ, মর্গ থেকে মৃতদেহ ছাড়তে মোটা টাকা দাবি করে কর্মীরা। এই নিয়ে দু’পক্ষে বচসা থেকে শুরু হয় গন্ডগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে গন্ডগোল মেটে। মর্গ ছাড়াও মেদিনীপুর মেডিকেলের মাতৃমা ভবনে আয়াদের ক্ষেত্রেও একই রকম তোলাবাজির অভিযোগ রয়েছে বলে খবর।
আরও পড়ুন, করোনায় ফের মৃত্যু বাড়ছে বিশ্বে, নয়া পরিসংখ্যানে উদ্বিগ্ন বিশ্ব
এদিকে, শহরের এক নামী হাসপাতালে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ এক রোগিণীর পরিবারের। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বিল সংক্রান্ত অভিযোগ এই প্রথম নয়। এর আগেও একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বিল বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তুলেছে রোগীর পরিবার। ফর্টিস হাসপাতালের এক মাসের বিল অডিট (Bill Audit) করবে স্বাস্থ্য কমিশন। বিলে একাধিক অনিয়মের অভিযোগ পেয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
ইএম বাইপাসের ধারে, আনন্দপুরের (Anandapur) ফর্টিস হাসপাতালের এই বিল বিতর্কের সূত্রপাত এক রোগিণীর চিকিত্সাকে কেন্দ্র করে। সূত্রের খবর, এক রোগিণীর চিকিত্সার বিল হয় ২৪ লক্ষ টাকা। তার মধ্যে ১৮ লক্ষ ৬৫ হাজার টাকা বকেয়া ছিল। রোগিণীর পরিবার অতিরিক্ত বিলের অভিযোগ তুলে স্বাস্থ্য কমিশনের (West Bengal Health Commission) দ্বারস্থ হয়।