Ambikesh Mahapatra : 'ছিনতাইয়ের মামলা', ফের বিড়ম্বনায় অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র !
Haridevpur : ফের পুলিশের বিরুদ্ধে উঠল হেনস্থার অভিযোগ
রুমা পাল, কলকাতা : ব্যঙ্গচিত্রের মামলা থেকে অব্যাহতি মিললেও, পাসপোর্ট রিনিউ করতে গিয়ে ফের বিড়ম্বনায় অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র (Ambikesh Mahapatra)। অধ্যাপকের দাবি, ২০১৬ সালে হরিদেবপুর থানায় (Haridevpur PS) তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের একটি মামলা (Snatching Case) দায়ের হয়েছে বলে তাঁকে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। যদিও অভিযোগকারীর দাবি, তিনি এ ধরনের কোনও অভিযোগই দায়ের করেননি !
'পাসপোর্ট রিনিউ ভেরিফিকেশন নট ক্লিয়ার'
১২ বছর আগের ব্য়ঙ্গচিত্রকাণ্ডের মামলা থেকে অব্যাহতি মিলেছে। এবার নতুন বিড়ম্বনায় অধ্য়াপক অম্বিকেশ মহাপাত্র। নেপথ্য়ে, ২০১৬ সালে হরিদেবপুর থানায় তাঁর বিরুদ্ধে হওয়া একটি বচসা ও ছিনতাইয়ের মামলা। ফের পুলিশের বিরুদ্ধে উঠল হেনস্থার অভিযোগ। অধ্য়াপক অম্বিকেশ মহাপাত্রর দাবি, এই অভিযোগকে হাতিয়ার করে তাঁর পাসপোর্ট রিনিউ ভেরিফিকেশন নট ক্লিয়ার বলে ওয়েবসাইটে দেখানো হচ্ছে।
তিনি জানিয়েছেন, গত বছর ২২ ডিসেম্বর অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। ১৮ জানুয়ারি তাঁর বিরুদ্ধে হওয়া ব্য়ঙ্গচিত্রকাণ্ডের মামলা থেকে অব্য়াহতি পান। এরপর সার্টিফায়েড কপি দিয়ে ১০ বছরের জন্য পাসপোর্ট রিনিউয়ের আবেদন করেন তিনি। পঞ্চসায়র থানার এক পুলিশ আধিকারিক এসে জানান, হরিদেবপুর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা চলছে। ২০১৮ সালে আলিপুর কোর্টে চার্জশিট পেশ করা হয়।
অম্বিকেশ মহাপাত্র বলেন, হরিদেবপুরে ২০১৬, ৩০ এপ্রিল সকাল সাতটায় জনৈক সুব্রত বন্দ্যোপাধ্য়ায়ের ৫ হাজার টাকা ছিনতাই হয়। পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেছিলাম। পঞ্চসায়র থানার পুলিশ এসে বলে হরিদেবপুরে কেস আছে। ১৪৩, ৩৪১, ৩২৩, ৩৭৯, ৫০৬ ধারায়। এ ছাড়াও নির্বাচনের দিন বিকেলে ঝামেলা ---কী ঘটনা ঘটল জানি না। হেনস্থা।
হরিদেবপুরের দড়িরচকের জনৈক সুব্রত বন্দ্যোপাধ্য়ায় নামে এক ব্যক্তির কাছে পৌঁছেছিল এবিপি আনন্দ। যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি। তিনি জানিয়েছেন, এই ধরনের কোনও অভিযোগ তিনি করেননি। একটা ঘটনা ঘটেছিল। তবে তা মিটে গেছে। তাছাড়া সেই অভিযোগকারীই যে তিনি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
প্রসঙ্গত, দিনকয়েক আগে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীকে গ্রেফতার করে পুলিশ। আর যে গ্রেফতারি নিয়ে রাজ্যের শাসকদল, পুলিশ ও মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানান অম্বিকেশ মহাপাত্র। 'রাজ্যের মানুষের সংবিধানের অধিকার কেড়ে নিতে উদ্যত তিনি' বলেই কড়া ভাষায় আক্রমণ করেছেন অধ্যাপক অম্বিকেশ।
আরও পড়ুন ; 'অভিজ্ঞতা থেকে বলছি...' কৌস্তভ গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ অম্বিকেশ মহাপাত্রর