NRS Case: ভোর রাতে গলায় ত্রিশূল বেঁধা অবস্থায় এনআরএসে হাজির রোগী, ঘণ্টাখানেকের অস্ত্রোপচারে বাঁচল প্রাণ
Patient With A Trishul Reaches NRS Hospital: ভোর রাতে গলায় ত্রিশূল বেঁধা অবস্থায় এনআরএসে হাজির এক রোগী। চিকিৎসকদের তৎপরতায় বাঁচল প্রাণ। হাসপাতাল সূত্রে খবর, রাত ৩টে নাগাদ এনআরএসের জরুরি বিভাগে এসে পৌঁছন তিনি।
ঝিলম করঞ্জাই, কলকাতা: ভোর রাতে (Wee Hours) গলায় ত্রিশূল (trishul) বেঁধা অবস্থায় এনআরএসে (NRS) হাজির এক রোগী। চিকিৎসকদের (doctors) তৎপরতায় বাঁচল (save) প্রাণ (life)।
কী ভাবে প্রাণরক্ষা?
হাসপাতাল সূত্রে খবর, রাত ৩টে নাগাদ এনআরএসের জরুরি বিভাগে এসে পৌঁছন তিনি। গলায় ত্রিশূল বিঁধে রয়েছে দেখে তাঁকে তড়িঘড়ি পাঠানো হয় ইএনটি-র জরুরি বিভাগে। দ্রুত অ্যানাস্থেশিয়া করে অস্ত্রোপচার করা হয় তাঁর। চিকিৎসক সুতীর্থ সাহার নেতৃত্বে প্রায় ঘণ্টাখানেক অস্ত্রোপচারের পর পরিস্থিতি সামাল দেওয়া যায় বলে খবর। আপাতত জখম ব্যক্তির অবস্থা স্থিতিশীল। তাঁকে আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কী ঘটল?
হাসপাতাল সূত্রে খবর, কল্য়াণী মেডিক্যাল কলেজ থেকে ওই ব্যক্তিকে রেফার করা হয়েছিল। হাসপাতালে পৌঁছনোর সময় তাঁর গলায় ত্রিশূল বেঁধা ছিল এবং তাঁর মুখে রক্তক্ষরণের চিহ্ন ছিল। তবে অস্ত্রোপচারের পর ত্রিশূল বের করা গিয়েছে। কিন্তু কী করে এই রকম ধারাল অস্ত্র তাঁর গলায় ঢুকল, সেটা খতিয়ে দেখছে পুলিশ। এখনও তিনি সঙ্কটমুক্ত নন ঠিকই। তবে অস্ত্রোপচার সফল। তাঁকে স্থিতিশীলও করা হয়েছে বলে খবর। এর আগেও একাধিক বার জটিল অস্ত্রোপচারে সাফল্য এনেছে এনআরএস হাসপাতাল।
আগেও সাফল্য...
গত জানুয়ারি মাসের ঘটনা। জটিল অস্ত্রোপচারে সাফল্যের আলো দেখিয়েছিলেন এনআরএসের ডাক্তাররা। শিশুর খাদ্যনালী থেকে খেলনা বন্দুকের স্প্রিং ও ধাতব অংশ বের করেন সে বার। এক হাসপাতাল ঘুরে এনআরএসে আসে শিশু। মাত্র এক ঘণ্টাতেই সফল অপারেশন হয়। হাঁফ ছেড়ে বাঁচে পরিবার। এর পরের ঘটনা জুলাই মাসে। সে বার খেলাচ্ছলে মায়ের কানের দুল মুখে পুড়েছিল একরত্তি শিশু। আটকে যায় শ্বাসনালিতে। তখন অবশ্য অস্ত্রোপচার করতে লাগেনি। ছুরি-কাঁচি ছাড়াই অসাধ্যসাধন করে দেখান এনআরএসের ইএনটি বিভাগের চিকিৎসকরা। প্রাণ বাঁচে ১ বছর ১০ মাসের শিশুকন্যার। নদিয়ার চাকদার বাসিন্দা শিশুর পরিবার। শুক্রবার রাতে কানের দুল বালিশের তলায় রেখে ঘুমোতে যান মা। সকালে খোঁজ মেলেনি একটি দুলের। সেই সঙ্গে শুরু হয় বাচ্চার কান্না আর কাশি। তড়িঘড়ি শিশুকে নিয়ে যাওয়া হয় কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরীক্ষায় দেখা যায়, শিশুর শ্বাসনালির ওপরের অংশে আটকে কানের দুল। শিশুকে নিয়ে আসা হয় এনআরএসে। সেখানেই ইএনটি বিভাগের চিকিৎসকদের তৎপরতায় বিশেষ যন্ত্রের সাহায্যে বের করে আনা হয় দুল।
আরও পড়ুন:'আইসি ও বিধায়কের পরিকল্পনায় হামলা' বিস্ফোরক দাবি ডোমকলের আক্রান্ত তৃণমূল নেতার, গ্রেফতার ২
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )