(Source: Poll of Polls)
PM Modi: ১ দিনেই ৫১ হাজার চাকরি! নিয়োগ পত্র দেবেন প্রধানমন্ত্রী
Modi On Rozgar Mela: ২০২৩-এর মধ্যে ১০ লক্ষ চাকরির নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন বলে জানিয়েছিলেন মোদি, আজ সারাদেশে মোট ৩৭টি জায়গায় রোজগার মেলা অনুষ্ঠিত হবে।
নয়াদিল্লি: আজ ভার্চুয়ালি ৫১ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী মোদি ( PM Modi) । অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে ভাষণও দেবেন তিনি। আজ সারাদেশে মোট ৩৭টি জায়গায় রোজগার মেলা (Rozgar Mela 2023) অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছিলেন যে ১০ লক্ষ দেশবাসীর নিয়োগের জন্য নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। সেই মতো রোজগার মেলা শুরু করে দেশের যুবক- যুবতীদের জন্য কর্মসংস্থানেরও ব্যবস্থা করেন। প্রথম রোজগার মেলায় দেশের ৭৫ হাজার যুবককে চাকরির অফার লেটার দিয়েছিলেন তিনি। ২০২৩-এর মধ্যে ১০ লক্ষ চাকরির নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন বলে জানিয়েছিলেন। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও দফতরে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের, এমনটাই জানা গিয়েছে।
গত মাসেও রোজগার মেলায় নতুন নিয়োগপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মূল্যবান বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করে জানিয়েছিলেন যে, এই সংকল্প জাতির লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাবে। তিনি নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে অভয় দেন। তিনি বলেন, সরকারী প্রকল্পে প্রযুক্তির ব্যবহারে দুর্নীতি ও জটিলতায় যবনিকা টানা হয়েছে। সেখানে বেড়ে উঠেছে বিশ্বাসযোগ্যতা এবং স্বাচ্ছন্দ্য।
প্রধানমন্ত্রী বলেছিলেন, 'লক্ষ লক্ষ তরুণ যখন সরকারি চাকরিতে যোগ দেয়, তখন নীতি বাস্তবায়নের গতি ও স্কেলও নয়া মাত্রা পায়। পাশাপাশি চন্দ্রযান-৩ মিশনকে স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। মোদি আরও বলেছিলেন যে, একবিংশ শতাব্দীর ভারতের আকাঙ্খা অনেক বেশি। দেশবাসীর উদ্দেশে মোদির কথায়, আপনার দেখতে পাচ্ছেন যে, নয়া ভারত কী কাজ করছে ! যে নতুন ভারত চাঁদে তেরঙ্গা উত্তোলন করেছে, তার স্বপ্ন যে দিগন্ত ছোঁয়া'।
আরও পড়ুন, '.. এদের হত্যা করাও হতে পারে', জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই বিস্ফোরক দিলীপ
এই উদ্যোগকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিভাগগুলির সঙ্গে রাজ্য সরকার-কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিয়োগ করা হয়েছে ৷ দেশের নির্বাচিত এই নতুন নিয়োগের মধ্যে পোস্ট বিভাগ, ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগ, পরমাণু শক্তি বিভাগ, রাজস্ব বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় -সহ বিভিন্ন মন্ত্রণালয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) আগেই এনিয়ে জানিয়েছিল, 'রোজগার মেলা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের একটি পদক্ষেপ।' মোদি সরকারের আস্থা, রোজগার মেলা আরও কর্মসংস্থানের ক্ষেত্রে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। যুবক-যুবতীদের ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ প্রদান করবে।