Jyotipriya Arrested:'.. এদের হত্যা করাও হতে পারে', জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই বিস্ফোরক দিলীপ
Dilip On Jyotipriya: রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক, কী বললেন দিলীপ ঘোষ ?
কলকাতা: গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর আজ, একধাপ এগিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) । আর এহেনও পরিস্থিতিতেই হত্যার আশঙ্কাপ্রকাশ করলেন তিনি (Dilip Ghosh)।
'..এদের হত্যা করাও হতে পারে'
বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, 'যেটা আশঙ্কা করা যাচ্ছে, ধীরে ধীরে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে তৃণমূলের, সেই জন্য এদের হত্যা করাও হতে পারে।' রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে, ED-র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর, এই প্রেক্ষাপটে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার, সাত সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টেলেকের বাড়ি, তাঁর পৈতৃক বাড়ি, আপ্তসহায়কের ফ্ল্যাট,ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের 'সুগার' হুঁশিয়ারি
আর সেদিনই, জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বালুর সুগার আছে। শরীর খারাপ। যদি ও মরে যায় তাহলে বিজেপির বিরুদ্ধে FIR করতে হবে। ইডির বিরুদ্ধেও করতে হবে। সুলতান আহমেদ মারা গেলেন। তিনি ঠিকই ছিলেন। সিবিআইয়ের চিঠি পেয়ে বাথরুমে গিয়ে মারা গেলেন। প্রসূন মুখোপাধ্য়ায়ের স্ত্রীও মারা গেছেন একই কারণে।
'পশ্চিমবঙ্গের জেল সুরক্ষিত নয়..'
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের 'সুগার' হুঁশিয়ারি, পাল্টা জ্যোতিপ্রিয়কেও দিল্লি নিয়ে যাওয়ার দাবি দিলীপের। দিলীপ ঘোষ আরও বলেন,'পশ্চিমবঙ্গের জেল সুরক্ষিত নয়, হাসপাতালও সুরক্ষিত নয়। সেই জন্য আমরা বারবার বলেছিলাম, আর তার জন্য আনা হয়েছে একজনকে, পার্থবাবুকেও নিয়ে আসা হোক, ওনাকেও নিয়ে আসা হোক, সবাই এখানে ভাল ব্যবস্থায় রাখুন, সুস্থও থাকবেন। দিল্লির আবহাওয়াও ভাল।' অপরদিকে বিতর্ক উসকে বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী বলেন, 'অন্য রাজ্যে যাক আর এরাজ্যে থাকুক, বেঁচে যেনও থাকে।'
আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া, দুর্নীতি সম্ভব নয়..', জ্যোতিপ্রিয় ইস্যুতে প্রতিক্রিয়া শুভেন্দুর
প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। ইডি সূত্রে খবর,বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই গতকাল রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। সেটির ফরেন্সিক পরীক্ষা করা হবে।